পিয়ালী দাস, বীরভূমঃ
শুক্রবার সকাল থেকে ব্যাপক বোমাবাজিতে কেঁপে উঠল বীরভূমের পারুই থানার বেলাশ্বর গ্রাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন আগে স্থানীয় বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে। শুক্রবার সকালে বিজেপি কর্মীরা ওয়াসিম খানের বাড়ি আক্রমণ করে, পাল্টা প্রতিরোধ করে গ্রামবাসীরা। বেঁধে যায় খণ্ডযুদ্ধ। দুই পক্ষের বোমাবাজিতে কালো ধোঁয়ায় ঢেকে যায় সম্পূর্ণ গ্রাম।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
খবর পেয়ে পারুই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, দুষ্কৃতীদের এলাকাছাড়া করে পুলিশ। পরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। ওয়াসিম খান জানান, “লোকসভা নির্বাচনের পরে বিজেপিতে যোগদান করেছিলাম। কিন্তু দলের অন্তর্কলহের জেরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে আসি।
আরও পড়ুনঃ নকশালবাড়িতে ৮০০ লিটার চোলাই মদ নষ্ট করলো পুলিশ
কিন্তু কিছু দুষ্কৃতী এখন বিজেপির কর্মকর্তা হয়ে এলাকা দখল করার চেষ্টা করছে। কেন তৃণমূলে যোগদান করেছি এই অভিযোগ তুলে আজকে আমার বাড়িতে বোমাবাজি করে হামলা করে, আমাকে খুনের চেষ্টা করে।
তবে গ্রামবাসীরাও পাল্টা প্রতিরোধ করে।” যদিও বিজেপির অভিযোগ, ওই ব্যক্তি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ওই ব্যক্তির নেতৃত্বেই বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে তখন বিজেপির কর্মী-সমর্থকেরা প্রতিরোধ করেছে বলে বিজেপির মত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584