নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
কন্যা সন্তানের কল্যাণ কামনায় বৃক্ষরোপণের কর্মসূচি নিলেন পাঁশকুড়ার এক বাসিন্দা। ২০১৯ সালে ১ নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকার বাসিন্দা মহাদেব মান্নার পরিবারে কন্যা সন্তান মনামীর শুভাগমন ঘটে। সেই দিনই মহাদেব বাবু সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়ের কল্যাণ কামনা ও দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে ৫০০ টি বৃক্ষরোপণ করবেন।
তাই শুক্রবার থেকে পাঁশকুড়ার মধুসূদনবাড়ে প্রায় ৫০০ টি গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেন তিনি। বর্তমান করোনা ভাইরাসের কারণে সকলেই গৃহবন্দি। বিশ্ব প্রকৃতি আজ দূষণ জীব বৈচিত্র ও পরিবেশের ভারসাম্যহীনতার আঘাতে জর্জরিত, রক্তাক্ত। মানুষের ক্রমাগত লোভের কারণে উদ্ভিদ জগত আজ নষ্টের মুখে। গত আমপান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া গাছের অভাব পূরণের জন্য এই উদ্যোগ নিয়েছেন বলে জানান মহাদেব মান্না।
আরও পড়ুনঃ ১৭ জুন খুলছে কালিয়াগঞ্জের বয়রা কালীমন্দির
তিনি জানান, ‘বাবা হিসেবে সন্তানকে যথার্থ শিক্ষায় শিক্ষিত করে এক জন চরিত্রবান সুনাগরিক করে তোলা যেমন কর্তব্য, তেমনি মেয়ে যাতে বিশ্ব প্রকৃতির কোলে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে সেটার ব্যবস্থা করাও আমার অন্যতম দায়িত্ব ও কর্তব্য।
এই কারণে মেয়ে মনামীর বসবাসের উপযোগী পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে ১৫০টি বট, অশ্বস্ত, ৫০টি মহানিম, ১০০টি আম, জাম, কাঁঠাল, ২০০টি কৃষ্ণচূড়া রাধাচূড়া ছাতিম বকুল জারুর গাছ লাগানোর প্রয়াস নিয়েছি।’
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসভার পুরপিতা সেক সমিরুদ্দিন, পাঁশকুড়া থানাত এস আই গৌতম রায়, সাধন চন্দ্র দাস, মানস কুমার দাস, চিত্ত দাস ঠাকুর, সহ অন্যান্য জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584