নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মিড -ডে মিল প্রকল্পে রাজ্যের স্কুলগুলিতে চাল,আলু,ছোলা, সাবান ও মাস্ক দেওয়া শুরু হয়েছে বহুদিন আগে থেকেই।তবে ছোট বাচ্চাদের খাদ্যসামগ্রী হিসেবে ছোলাকে গুরুত্ব দেওয়া হলেও পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বেশকিছু প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে ছোলা দিতে গিয়ে শিক্ষকরা চমকে যান ।
কারণ যে ছোলা তাদের ব্লক থেকে সরবরাহ করা হয়েছে তা রীতিমতো নিম্নমানের। এমন ছবি ধরা পড়লো কোলাঘাট ব্লকের যোগীবেড়-কুমারহাট স্বর্নময়ী প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি জানান,আজ সকালে ছাত্র-ছাত্রীদের বরাদ্দকৃত ছোলার বস্তা থেকে প্যাকেট করার সময় দেখাযায় দীর্ঘদিনের ছোলা ছত্রাকে জমাট বেঁধে পরিপূর্ণ।
ফলে ছোট বাচ্চাদের এই খাদ্য পরিবেশন একেবারেই সম্ভব নয় । তবে এ বিষয়ে বিডিও দফতরের দায়িত্ব প্রাপ্ত আধিকারিককে বিষয়টি জানালেও কোন সমাধানসূত্র মেলেনি।
আরও পড়ুনঃ তৃণমূলের পতাকা হাতে সৌমিক বিরোধী স্লোগান রাণীনগর, ভগবানগোলায়
ফলে আজ বিদ্যালয়ে অন্যান্য খাদ্যসামগ্রী বিলি হলেও ছোলা দিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনায় অভিভাবকেরাও রীতিমতো ক্ষুব্ধ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584