সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
দীর্ঘ তিন মাস বন্ধ স্কুল, অনলাইনে চলছে স্কুলের পড়াশোনা। তবুও তা নিয়মিত নয়। কিন্তু আজ যথারীতি সপ্তাহের প্রথম দিনে সমস্ত কিছু স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। কিন্তু স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের অর্থাৎ ছাত্র ছাত্রীদের বাবা-মায়ের কাছে থেকে তারা এই তিন মাস বাবদ যে মাসিক বেতন সেটা চাইতে থাকে, সেই নিয়ে অভিভাবকরা বিক্ষোভে নামে।
দফায় দফায় বজবজ ট্রাঙ্ক রোড থানার অন্তর্গত রাস্তায় এই অবরোধ চলতে থাকে। অবশেষে মহেশতলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। অভিভাবকদের সঙ্গে এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, অভিভাবকদেরকে আশ্বাস দেন পুলিশ প্রশাসন। এরপরই অভিভাবকরা অবরোধ তুলে নেয়।
আরও পড়ুনঃ প্রচুর নিষিদ্ধ মাদক উদ্ধার, বড়সড় সাফল্য পুলিশের
তবে এই বিক্ষোভের ফলে নিত্য যাত্রীরা সমস্যার সম্মুখীন হন। এর জেরে বজবজ ট্রাঙ্ক রোডে যান চলাচল ব্যাহত হয়। যে প্রাইভেট স্কুলটির ফি নিয়ে সমস্যার সৃষ্টি হয় সেই স্কুলের অভিভাবকরা টিউশন ফি দিতে রাজি থাকলেও বাকি যে ফি তা দিতে তারা নারাজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584