নিজের মেয়েকে যৌনপেশায় নামিয়ে মধুচক্র থেকে গ্রেফতার দম্পতি সহ ৬

0
147

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

নিজের নাবালিকা কন্যাকে যৌন পেশায় নামতে বাধ্য করল বাবা-মা। খাস কলকাতায় এক নাবালিকা কন্যাকে যৌনপেশায় নামায় তারই মা ও বাবা বলে অভিযোগ উঠল। ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় নাবালিকার বাবা ও মা ছাড়া অমল মণ্ডল, কোনলাল মণ্ডল, দেবযানী সামন্ত ও তনুশ্রী বন্দ্যোপাধ্যায় নামে চারজনকে গ্রেফতার করেছেন পুলিশের গোয়েন্দারা।

Woman Torture | newsfront.co
প্রতীকী চিত্র

মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কলকাতার হরিদেবপুরে মধুচক্রে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে অভিযুক্ত মা ও বাবাকে গ্রেফতার করেন লালবাজারের গোয়েন্দারা। তাদের পাশাপাশি আরও চারজন পুলিশের জালে ধরা পড়ে। দীর্ঘদিন ধরে এরা দেহব্যবসার কবলে পড়া তিন নাবালিকা ও এক তরুণীকেও উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ শিশু পাচারকারী সন্দেহে এক যুবককে গণধোলাই, উত্তেজনা সাবাজপুটে

এই ঘটনায় পুলিশ জানিয়েছে, দক্ষিণ শহরতলির হরিদেবপুর থানা এলাকার সন্তোষ রায় রোডে চলছিল এই মধুচক্র। গোপন সূত্রে আসে খবর। লালবাজারের গোয়েন্দারা জানতে পারেন, এখানে একটি বাড়ির মধ্যেই মধুচক্র চালানো হচ্ছে। দালালদের মাধ্যমে ওই বাড়িতে নিয়ে আসা হচ্ছে খদ্দেরদের। সেই খবর পেয়েই গোয়েন্দারা বাড়িটিতে হানা দেন।

আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জে মধুচক্র চালানোর অভিযোগে তিন মহিলা-সহ গ্রেফতার ৫

তিন নাবালিকাকে উদ্ধার করার সময় জানতে পারেন যে, দুই নাবালিকাকে কাজের লোভ দেখিয়ে অন্য জেলা থেকে নিয়ে আসা হয়। আর এক নাবালিকাকে আবার যৌনপেশায় নামতে বাধ্য করে খোদ তার মা ও বাবা। অভিভাবকদের চাপেই পড়াশোনা ছেড়ে ওই কিশোরী মধুচক্রে নামতে বাধ্য হয়। কারণ তার মা ও বাবাই এই মধুচক্রের সঙ্গে যুক্ত। ওই দম্পতিকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মধুচক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানারই চেষ্টা চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here