নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ব্রেন-ডেথ হয়েছিল আড়াই বছরের শিশুর। পুত্রসন্তান হারিয়ে শোকে পাথর যশের বাবা-মা। শেষে মৃত সন্তানের অঙ্গদানের সিদ্ধান্ত নিলেন তারা। সেই সিদ্ধান্তে নতুন জীবনের আশা আরও শিশু সহ পাঁচ নাবালকের। ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাটে।
শুধু দেশেরই নয়, গ্রহীতার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের চার বছরের শিশুও রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত শিশুর ব্রেন ডেথ হওয়ার পর তার সাংবাদিক বাবা ও মা অঙ্গ দানের সিদ্ধান্ত নেন। ৯ ডিসেম্বর প্রতিবেশীর বাড়িতে খেলার সময় তিনতলার ব্যালকনি থেকে পড়ে গিরহয়ে জখম হয় আড়াই বছরের যশ ওঝা।
আরও পড়ুনঃ মোদী ভগবান! আসামে ‘বিদেশি’ তকমা নিয়েই প্রয়াত শতায়ু বৃদ্ধ
গত ১৪ ডিসেম্বর হাসপাতালের চিকিৎসকরা তার ব্রেন ডেথের কথা ঘোষণা করেন। যশের বাবা-মাকে অঙ্গদানের জন্য উৎসাহিত করেন চিকিৎসকরা। এরপরেই অঙ্গদানের সিদ্ধান্ত। যশের বাবা-মা বলছেন, ছেলের অঙ্গ পেয়ে বেঁচে যাওয়া শিশুদের মাধ্যমেই ছেলের বেঁচে থাকার আনন্দ নেবেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584