শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
প্রতিবন্ধী ছেলের চিকিৎসার জন্য কাতর আর্জি বাবা মায়ের।স্থানীয় চিকিৎসকদের কাছে বছর তেরোর অসুস্থ প্রতিবন্ধী কিশোরের চিকিৎসা চালিয়ে যেতে সর্বস্ব গিয়েছে দুঃস্থ পরিবারের।
সরকারি সাহায্য বা কোন সহৃদয় ব্যক্তি এগিয়ে এলে তবেই সমস্যার সুরাহা হতে পারে বলে মনে করছেন পরিবার।
জানা গেছে,বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম শরণগ্রামের বৈদ্যপুরের বাসিন্দা শ্যামল শীল।পেশায় নরসুন্দর ওই ব্যক্তির ছোট ছেলে বিশ্বজিৎ শীল।নুন আনতে পান্তা ফুরানো সংসারে ছোট ছেলেটি প্রতিবন্ধী।জন্মের কিছু দিন পর থেকেই ছেলেটি ধীরে ধীরে বিকলাঙ্গ হতে থাকে।কোমরের নীচের অংশে অসার হয়ে পরায় স্বাভাবিক ভাবে বসতে অক্ষম ছেলেটি। খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু পায়ে হাঁটলেই অসুস্থ হয়ে পরে সে। বাইরে চিকিৎসা করার ক্ষমতা না থাকায় স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসকের কাছেই নিয়মিত নিয়ে যান পরিবার।তবে আগের সমস্যার সাথে নতুন ভাবে কিছু রোগের উপসর্গ দেখা দিয়েছে বিশ্বজিতের।এতেই দুশ্চিন্তা বেড়েছে পরিবারের।উন্নত চিকিৎসা জন্য সাহায্যের আর্জি পরিবারের।
আরও পড়ুনঃ মা বাবা থাকতেও অনাথ,সাহায্যের হাত প্রধানের
প্রতিবন্ধী কিশোর বিশ্বজিতের বাবা শ্যামল শীল বলেন, পড়াশুনা,চিকিৎসা এবং সংসার চালাতে হিমশিম অবস্থা।পঞ্চায়েত তাদের দিকে ঘুরেও তাকায়নি।আস্তাকুঁড়েতে বাস করতে হচ্ছে তাদের।ছোট ছেলের উন্নত চিকিৎসার জন্য তারা সাহায্যের আকুতি আর্জি জানাচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584