সিএএ বিরোধী আন্দোলনে গ্রেফতার বাবা-মা, অনাথ চোদ্দ মাসের শিশু সন্তান

0
201

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জী বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন ১৪ মাসের ছোট্টো দুধের শিশুর বাবা মা। সে এখন শুধুই কান্না কাটি করছে – মা কই? মা কখন আসবে বাবা কখন আসবে?

parents of child arrested | newsfront.co
আত্মীয়র সাথে অনাথ চম্পক। সংগৃহীত চিত্র

কারণ আর কিছু না, গত ১৯ শে ডিসেম্বর বারাণসীতে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন এর বিরুদ্ধে আন্দোলন করায় গ্ৰেফতার হতে তার বাবা-মা কে। প্রায় একসপ্তাহ হতে চললো তার ভরসা বলতে আত্মীয় স্বজন। এই ঘটনা সামনে আসার পরই জোরদার বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে কংগ্রেসের এনআরসি-সিএএ বিরোধী মিছিল

দেশব্যাপী আন্দোলনের জেরে উত্তরপ্রদেশের যে কোনও জায়গায় সমাবেশ নিষিদ্ধ করেছে সেখানকার বিজেপি পরিচালিত যোগী সরকার। তা স্বত্ত্বেও পরবর্তী আন্দোলনে বারাণসীতে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যেই ছিলেন ছোট্ট শিশুটির মা একতা ও বাবা রবি শেখর।

রবি বাবুর মা দাবি করেন তার ছেলে শান্তি পূর্ণ আন্দোলন করছিল, সে নিরপরাধ। তিনি দাবি করেন ছোট্টো দিদিভাই কিছুই খাচ্ছে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here