নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে গোটা দেশের ৫৪২টি লোকসভা কেন্দ্রের ভোট গণনা। গোটা দেশের সঙ্গে এ রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য ৫৮টি গণনাকেন্দ্রে ৩৭৯টি হলে ৪৬৬৮টি টেবিলে গণনা হবে।
আর এই ভোট গণনার জন্যে প্রত্যেকটি বুথেই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।ভোট গণনা যাতে নির্বিঘ্নে হয়, তার জন্য ১৫৫ জন পর্যবেক্ষক রাজ্যে হাজির থাকবেন।স্ট্রং রুম সহ গণনাকেন্দ্রের নিরাপত্তার জন্য ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বলে জানা গিয়েছে। ভোট পরবর্তী হিংসা রুখতে ২০০ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুনঃ ভোট গণনা শুরু হলো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে
গোটা দেশের সঙ্গে এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের ভোট গণনা শুরু হয়েছে।লোকসভার পাশাপাশি বেশ কিছু বিধানসভার উপনির্বাচনের গণনাও হচ্ছে আজ।এই মুহূর্তে কোচবিহার লোকসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী প্রাপ্ত ভোট ৩৭২২৮। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের প্রাপ্ত ভোট ৩২০৭৪। ৫১৫৪ ভোটে বিজেপি প্রার্থী নিশীথকে পিছনে ফেলে এগিয়ে তৃনমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584