পিতৃত্বকালীন ছুটি শেষে সন্তান-পার্লামেন্ট দুই-ই পরিচালনার বিরল ছবি পোস্ট

0
55

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

‘যে রাঁধে সে চুলও বাঁধে’ সেই বাংলা প্রবাদকেই ভিন্ন প্রেক্ষাপটে বাস্তবায়িত হতে দেখা গেল।যিনি সন্তান সামলান তিনি পার্লামেন্টও পরিচালনা করতে পারেন।

চিত্র সৌজন্যঃ টুইটার

পার্লামেন্ট অধিবেশন চলা কালীন নিজের শিশুকে দুগ্ধপান করাচ্ছেন স্পিকার স্বয়ং। এর পূর্বে অধিবেশনে এরকম ছবি দেখা গেলেও একদিকে স্পিকার অন্যদিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব শিশু লালন, এমন ছবি কিন্তু দুর্লভ।সন্তান প্রতিপালনে পিতার ভূমিকাকেও যে ছবি ভিন্ন মাত্রা দেয়।

যুগ যুগ ধরে চলা সন্তান লালনের মানসিকতায় ধাক্কা দেয় এই এক ছবি। এমনই দৃশ্য ধরা পড়েছে নিউজিল্যান্ডের পার্লামেন্টে।

নিউজিল্যান্ডের পার্লামেন্টের স্পিকার ট্রেভর ম্যালার্ড নিজ হাতে সামলে নিচ্ছেন সব, বুধবার নিজেই এই ছবি টুইটারে পোস্ট করেছেন ট্রেভর ম্যালার্ড।

তাঁর পোস্টে থেকে জানা গিয়েছে, ম্যালার্ডের কোলে যে শিশুটিকে দেখা গিয়েছে সে নিউজিল্যান্ডের সাংসদ তামাতি কফির মাস দেড়েকের ছেলে।

জানা গিয়েছে, বুধবারই নিজের পিতৃত্বকালীন ছুটি সেরে সন্তানকে সঙ্গে নিয়েই পার্লামেন্টে আসেন তামাতি। তাই তামাতিকে সাহায্য করতে অধিবেশন চলাকালীন স্পিকারের পাশাপাশি ‘বেবি সিটার’-এর ভূমিকায় অবতীর্ণ হন ম্যালার্ড পিতৃত্বকালীন ছুটি সেরে ফেরা তামাতি জানান, অধিবেশনে যোগদানের পর থেকে হাউজের প্রত্যেক সহকর্মীর থেকে তিনি যে ভাবে সাহায্য পেয়েছেন তাতে তিনি আপ্লুত।

দুধের শিশুকে সঙ্গে নিয়ে পার্লামেন্টে যোগদানের ক্ষেত্রে তামাতি কফি অবশ্য প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব নন। গত বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সভায় সন্তানকে কোলে নিয়েই বক্তব্য পেশ করে তাক লাগিয়ে দেন সকলকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here