মহামারি পরবর্তীতেও অনলাইনে বিচারের পক্ষেই সওয়াল সংসদীয় কমিটির

0
48

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভার্চুয়াল কোর্টের পক্ষে সওয়াল সংসদীয় আইন ও বিচার সংক্রান্ত কমিটির। ডিজিটাল বিচার ব্যবস্থাই কি তবে ভবিষ্যৎ- উঠছে প্রশ্ন।

Parliament | newsfront.co
ছবিঃ আইএএনএস টুইটার

সংসদীয় আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটি মনে করছে অনলাইন বিচার প্রক্রিয়া তুলনামূলক ভাবে অনেক সস্তা এবং অনেক দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে ভার্চুয়াল আদালতে। তাই প্যান্ডেমিক পরবর্তী সময়েও ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালিয়ে যাওয়া উচিত বলে মনে করছে কমিটি।

রাজ্যসভার সাংসদ ভুপেন্দ্র যাদব, যিনি সংসদীয় আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটির প্রধান , এদিন বলেন সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়, উন্নত প্রযুক্তির ব্যবহার জীবনের অন্যান্য ক্ষেত্রের মতোই বিচার পদ্ধতিও অনেক সহজ করে দেবে। সাধারণ মানুষের ন্যায় বিচার পাবেন অনেক দ্রুত। কমিটি অন্তর্বতী রিপোর্ট ও জমা দিয়েছে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু র কাছে।

আরও পড়ুনঃ ব্রিটেনের পর এবার ভারতেও স্থগিত হয়ে গেল অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল

প্রেস নোটে উল্লেখ করা হয়েছে, ‘সংসদীয় কমিটি ভার্চুয়াল কোর্টের পক্ষেই সওয়াল করছে। এই প্রক্রিয়া সস্তা ও দ্রুততর, ফলে অর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের ন্যায়বিচার পেতে সুবিধা হবে। ভার্চুয়াল আদালত নাগরিক বান্ধব ও দুর্বল সাক্ষীদের সাক্ষ্য প্রদানের সুরক্ষা নিশ্চিত করে। আগামী দিনে প্রযুক্তির সাহায্য নিতেই হবে। আইনি দক্ষতা ও জ্ঞানের সঙ্গে পরবর্তী সময় আইনজীবীদের প্রযুক্তিতেও অভ্যস্ত হতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে তাই অনলাইন কোর্ট প্রয়োজনীয়।’

আরও পড়ুনঃ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৫ জানুয়ারি

যদিও ভার্চুয়াল কোর্টের পরিকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিল বার কাউন্সিল। কাউন্সিলের দাবি, ৫০ শতাংশ আইনজীবীর ল্যাপটপ নেই। প্রযুক্তিতে পারদর্শী না হলে এই ব্যবস্থায় সফল হওয়া অসম্ভব। শুনানিতে সওয়াল-জবাবও করা যাবে না। তা কিছুটা মেনে নিয়েই স্থায়ী কমিটি জানিয়েছে, বর্তমানে পদ্ধতির উন্নতিরও প্রয়োজন আছে।

কমিটির মতে, আদালত কক্ষ একটি স্থান হিসেবে বেশি গুরুত্বপূর্ণ নাকি একটি পরিষেবা হিসেবে, তা ভাবার প্রয়োজন রয়েছে। তাই এবার সময় এসেছে, কোর্টরুমের দরজা নতুন প্রযুক্তির জন্য খুলে দেওয়া হোক। কমিটির সুপারিশ, টিডিএসএটি, আইপিএবি, এনসিএলএটি–র মতো মামলা, যেখানে শারীরিক উপস্থিতি অনাবশ্যক, সেগুলির বিচার প্রক্রিয়া অনলাইনে হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here