নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গুগল ও ফেসবুকের প্রতিনিধিদের ডাক দিল সংসদীয় কমিটি। নাগরিকদের অধিকার সুরক্ষা এবং মিডিয়ার অপব্যবহার নিয়ে প্রশ্নের মুখে দুই সংস্থা। মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সংস্থাকে। উল্লেখ্য, এর আগে এই একই কারণ ব্যাখ্যা করতে হাজির হতে হয়েছিল মাইক্রো ব্লগিং সংস্থা টুইটারকেও। টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, ভারতীয় আইন মেনে নাগরিকদের সুরক্ষা বজায় রাখতে হবে। এই সংসদীয় কমিটির প্রধান হলেন শশী থারুর।
মূলত গুগল ও ফেসবুক সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, নাগরিকদের সুরক্ষা এবং ডিজিটাল মাধ্যমে নারী সুরক্ষা নিয়ে কি কি পদক্ষেপ নিয়েছে, তাইই জানতে চাওয়া হয়েছে ওই দুই সংস্থার কাছে।
আরও পড়ুনঃ বর্ধিত হারে মহার্ঘ ভাতার নির্দেশিকা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, অর্থমন্ত্রক জানালো ভুয়ো
তবে দেশজুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ, এই পরিস্থিতিতে সশরীরে হাজিরা না ভার্চুয়ালি হাজিরা, সেবিষয়ে জানতে চায় ওই দুই সংস্থা। সেই প্রসঙ্গে কমিটির প্রধান শশী থারুর জানান, এই ধরনের জরুরী আলোচনা কোনোভাবেই ভার্চুয়ালি সম্ভব না। তাই ওই দুই সংস্থার আধিকারিকদের সশরীরেই হাজিরা দিতে হবে। তিনি বলেন, এর জন্য তাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থাও করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584