নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
তথ্যে গোপনীয়তা সংক্রান্ত বিষয়ে এমনিতেই কাঠগড়ায় উঠেছে হোয়াটসঅ্যাপ। সেই বিতর্কের মধ্যেই বিপাকে পড়ল ফেসবুক এবং টুইটার। এবার দুই সোশ্যাল মিডিয়া সংস্থাকে সমন পাঠাল তথ্যপ্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় সংসদীয় কমিটি। আগামী ২১ জানুয়ারি দুই সংস্থার আধিকারিকদের উপস্থিত হতে হবে ওই কমিটির সামনে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। কার্যত সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতেই এই পদক্ষেপ।
গত কয়েকবছরে ভারতে বেড়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। করোনাকালে লকডাউনের পর যা আরও বৃদ্ধি পেয়েছে। তবে এর সঙ্গেই বেড়েছে সাইবার অপরাধও। এখানেই শেষ নয়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যও সুরক্ষিত নয়। এই প্রসঙ্গেই এবার ফেসবুক-টুইটারের আধিকারিকদের সমন পাঠাল তথ্যপ্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় সংসদীয় কমিটি।
বিবৃতিতে বৈঠকের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সম্পর্কে জানতেই মূলত ডাকা হয়েছে ওই দুই সংস্থার আধিকারিকদের। এর আগে গত বছর অক্টোবর মাসে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার প্রসঙ্গে তলব করা হয়েছিল ফেসবুক এবং টুইটারের আধিকারিকদের। সেই সময় যৌথ সংসদীয় কমিটির সামনে হাজিরা দেন দুই সংস্থার আধিকারিকরা।
আরও পড়ুনঃ অর্ণবের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হতেই হাসপাতালে ভর্তি পার্থ
সূত্রের খবর, এবারের বৈঠকে ডিজিটাল স্পেসে মহিলাদের সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চাইছে কমিটি। সেই বিষয়ে দুই সংস্থার আধিকারিকদের মতামত জানতে চাইবেন কমিটির সদস্যরা। এর আগে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলের কয়েকটি বিষয় নিয়ে আপত্তি তুলেছিল কংগ্রেস। তারপরেই সংসদের তথ্য প্রযুক্তি স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নেয়, এই ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষকেই ডেকে পাঠানো হবে।
আরও পড়ুনঃ হোয়াটস অ্যাপের নতুন প্রাইভেসি পলিসি স্থগিত
গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। তাদের নয়া প্রাইভেসি পলিসি নিয়ে প্রবল বিতর্ক দেখা দেয়। যদিও শেষপর্যন্ত চাপের মুখে পিছু হটেছে তারা। জনপ্রিয় মেসেজিং অ্যাপের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, প্রাইভেসি আপডেটের বিষয়টি আপাতত স্থগিত রাখা হচ্ছে। ইউজারদের মধ্যে যাতে কোনও ভুল বোঝাবুঝি না থাকে, সেজন্য তারা তাঁদের আরও বেশি সময় দিতে চায়।
হোয়াটসঅ্যাপের দাবি, ছড়িয়ে পড়া নানা গুজবের ফলে ইউজাররা উদ্বিগ্ন হচ্ছেন তথ্যসুরক্ষার বিষয়টি নিয়ে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিল তারা। ফেসবুকের মালিকানাধীন সংস্থার তরফে টুইট করে জানানো হয়েছে, যে তারিখের মধ্যে সবাইকে পলিসি আপডেটের বিষয়ে সম্মতি দিতে বলা হয়েছিল তা বাতিল করা হল। পূর্ব ঘোষণা মতো, ৮ ফেব্রুয়ারি কারও অ্যাকাউন্টই ডিলিট করা হবে না। আপাতত হোয়াটসঅ্যাপ সমস্ত ইউজারদের ভুল ধারণাকে ভাঙানোর লক্ষ্যেই এগোবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584