নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শীঘ্রই নতুন শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে দেখা করে পেশাগত স্থায়িত্ব সম্বন্ধে আলোচনা করবেন-এ বিষয়ে আশাবাদী আংশিক সময়ের শিক্ষক সংগঠন পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন।
বহু দিন ধরে বিদ্যালয় গুলির স্থায়ী শিক্ষকের ঘাটতি যারা পূরণ করে চলা আংশিক সময়ের শিক্ষকরা অসহায় ভাবে দিন কাটাচ্ছেন । আসলে, বিদ্যালয়ের এই আংশিক সময়ের শিক্ষকদের সামান্য বেতন দেওয়া হয় বিদ্যালয় ফান্ড থেকে। মাসিক এক হাজার থেকে তিন হাজার টাকা তাদের বেতন। কিন্তু কাজ করতে হয় একজন স্থায়ী শিক্ষকের সমান। ক্লাস করা থেকে শুরু করে মিড-ডে-মিল পরিচালনা সমস্ত বিষয়েই দিতে হয় নজর। তথাপি আজ পর্যন্ত তাদের কাজের কোন স্থায়িত্ব নেই। এই নিয়ে বারবার তারা সরকারের কাছে আবেদন করে আসছেন।
আবার, এই করোনা পরিস্থিতিতে অনেক বিদ্যালয় তাদের সামান্য বেতনটুকু পর্যন্ত দিচ্ছে না। এমনকি কিছু স্কুল তাদের ভ্যাকসিন এর ব্যাবস্থাও করে দিচ্ছেন না- অভিযোগ তাদের। এই করোনাকালে তারা বাধ্য হয়ে গৃহশিক্ষকতা বন্ধ রেখেছেন। তাই তাদের পক্ষে সংসার চালানো দুঃসাধ্য হয়ে উঠেছে।
এরূপ পরিস্থিতিতে সোমবার বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সংগঠনের রাজ্য সম্পাদক জগতবন্ধু নাথের নেতৃত্বে এক প্রতিনিধি দল নতুন শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের অনুমতি নিতে যান। সংশ্লিষ্ট দপ্তর শিক্ষামন্ত্রীর সঙ্গে উনাদের দেখা করা ও আলোচনার ব্যাপারে আশ্বস্ত করেন। জানা গেছে ৮ই জুলাই এর মধ্যে তাদের সঙ্গে দেখা করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সংগঠনের রাজ্য কমিটির সহ সভাপতি তথা হাওড়া জেলা কমিটির সভাপতি কার্তিক মারিক জানান, “আমরা দীর্ঘদিন ধরে মাননীয়া মুখ্যমন্ত্রী, শিক্ষা মন্ত্রীর নিকট বারবার আবেদন করেছি কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো সুরাহা হয় নি।” এমনকি বিকাশ ভবন , কালীঘাট , নবান্নতে বহুবার স্মারকলিপির মাধ্যমে তাদের স্থায়ীকরণের আবেদন জানিয়েছেন , কিন্তু কোনো সুরাহা মেলেনি এখনো পর্যন্ত । তিনি আরও জানান, “করোনাকালে আমাদের পক্ষে সংসার চালানো দুঃসাধ্য হয়ে উঠেছে। আমাদের অনেকেই হকারি করছে। আমরা শিক্ষামন্ত্রী র সাথে সাক্ষাতের আবেদন জানিয়েছি বিকাশ ভবনে। আমাদের আশা শিক্ষামন্ত্রী আমাদের সাথে সাক্ষাৎ করবেন ও আমাদের স্থায়ীকরণের আলোচনা করবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584