শিক্ষানীতির খসড়া প্রস্তুতের সময় পশ্চিমবঙ্গ থেকে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নিঃ পার্থ

0
46

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

দেশের এত বড় জাতীয় শিক্ষানীতি প্রস্তুত হয়ে গেল অথচ তা জানতেই পারল না পশ্চিমবঙ্গ। শিক্ষানীতির খসড়া প্রস্তুতের সময় পশ্চিমবঙ্গ থেকে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের সুবিধা অসুবিধাগুলি জানতে চেয়ে কোনও পরামর্শ করা হয়নি। কেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Partha Chattarjee | newsfront.co
ফাইল চিত্র

ইতিমধ্যেই নতুন জাতীয় শিক্ষানীতি (NEP) খতিয়ে দেখতে ৬ সদস্যের কমিটি গঠন করেছেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, ৬ সদস্যের কমিটিতে আছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাশ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী, পশ্চিমবঙ্গ সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার, শিক্ষাবিদ পবিত্র সরকার এবং ইন্দোলজিস্ট নৃসিংহ প্রসাদ ভাদুড়ি।

আরও পড়ুনঃ ফের করোনার বলি এবার তরুণ চিকিৎসক-তৃণমূল কাউন্সিলর!

১৫ অগস্টের মধ্যে তাঁদের রিপোর্ট বিস্তারিত আকারে জমা দিতে বলা হয়েছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের রাজ্যে বিভিন্ন শিক্ষক সংগঠন রয়েছে। আমরা তাদের মতামতও চাইছি। ১৫ অগস্টের মধ্যে ই মেল-এর মাধ্যমে তাঁদের মতামত প্রেরণ করতে পারবেন।’

শিক্ষা মন্ত্রী আরও জানান যদি এই নতুন শিক্ষানীতি প্রণয়নে রাজ্যের ক্ষেত্রে কোনও অসুবিধা দেখা যায়, তাহলে তা লিখিত আকারে কেন্দ্রকে জানানো হবে। সে ক্ষেত্রে এখনই কেন্দ্রীয় ঘোষিত শিক্ষানীতি রাজ্যে প্রয়োগ হবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here