নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বাংলায় জনসংযোগের হাতিয়ার হিসেবে বিজেপির দিল্লির নেতারা এক নতুন সংস্কৃতি আমদানি করেছেন। বাংলায় এলেই কখনও আদিবাসী, কখনও মতুয়া আবার কখনও কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ করাটা রেওয়াজ হয়ে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের। সে নিয়ে শাসকদল তৃণমূলও কটাক্ষ করতে ছাড়ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার বলেছেন, ফাইভ স্টার হোটেল থেকে খাবার আনিয়ে গরিবের বাড়িতে খাওয়ার নাটক করছে বহিরাগতরা। এবার মমতার সেই মন্তব্যের প্রমাণ হিসাবে একটি ছবিকে হাতিয়ার করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে বিঁধলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
শনিবার নাড্ডা মধ্যাহ্নভোজ সারার জন্য যথারীতি কাটোয়ার জগদানন্দপুরের মুস্থুলি গ্রামের কৃষক মথুরা মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন৷ সকাল থেকেই সাজো সাজো রব ছিল মথুরা মণ্ডলের পরিবারে৷ কেন্দ্রীয় বিজেপি নেতার জন্য ভাত, সবজি দিয়ে মুগের ডাল, শাক ভাজা, সর্ষে ফুলের বড়া, পটল ভাজা, কাটোয়ার স্পেশ্যাল বেগুনি, ফুলকপি-আলুর তরকারি, পাঁচমেশালি তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, খেজুর গুড়ের পায়েস, মিষ্টির আয়োজন করেছিল ওই কৃষক পরিবার৷ তার জন্য সকাল থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন মথুরা মণ্ডলের স্ত্রী-সহ পরিবারের অন্যান্য সকলেই।
আরও পড়ুনঃ শোভন-বৈশাখীর প্রায়শ্চিত্ত মিছিলের পাল্টা বিজেপি যুব মোর্চার পদযাত্রা
একটি ছবিতে দেখা যায়, কৃষক পরিবারে মাটিতে বসে খাবার খেলেও নাড্ডার পাশেই রাখা রয়েছে একটি মিনারেল ওয়াটারের বোতল। তার মানে বাইরে থেকে জল এনে সেই জল মাটির ভাঁড়ে ঢেলে খাচ্ছেন বিজেপির নেতারা। আর সেই ছবিকেই হাতিয়ার করে নাড্ডাকে কটাক্ষ পার্থর। তিনি লিখেছেন, “এই দেখুন! পর্যটকরা নিজেদের সাথে ফটোশুটের জন্য দামি মিনারেল ওয়াটারের বোতল নিয়ে এসেছে। যাঁরা পাঁচ তারা হোটেলের খাবার ছাড়া থাকতে পারেন না, তাঁদের থেকে আর কি আশা করা যায়, জে পি নাড্ডা, কৃষকদের অপমান করে আপনি তাঁদের মন জয় করতে পারবেন না!”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584