নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন,‘স্ট্রং রুম নিয়ে আমরা সতর্কতা নিচ্ছি। আমাদের কর্মীরা পার্টির টাকা দেওয়া কর্মী নয়। জান দিয়ে পতাকা ধরে।মানুষের পাশে সারা বছর থাকি।নিজেদের অভাব থাকা সত্ত্বেও দল ও দেশের কাজ করি।মাটি কামড়ে পড়ে থাকতে বলেছি।আর তাঁরা মাটি কামড়েই পড়ে থাকবে।
দিল্লিতে গিয়ে যে লাড্ডু খেয়েছে তাকে পস্তাতে হয়েছে।এখন বেশি লাড্ডু খেলে শূন্য হবে তা বুঝতে পারেছে না।আত্মবিশ্বাস নিয়েই বলছি বীরবাহা সোরেন টুডু জিতবেই।’
মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র নিয়ে শহরের এক লজে বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।সেখানে অঞ্চল ভিত্তিক নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ বলেন,‘এক্সিট পোল এটাও একটা বিজেপির কৌশল।
আরও পড়ুনঃ এক্সিট পোল নিয়ে ক্ষোভ প্রকাশ মানসের
এটা হচ্ছে তৃতীয় কৌশল,যাতে তৃণমূল কর্মী ও শুভানুধ্যায়ীরদের ভোটের উপর প্রভাব পড়ে।আমাদের যে অ্যাসেসমেন্ট তাতে আমরা ঠিকই আছি।কোন চিন্তা নেই।বীরবাহা সোরেন টুডু এখান থেকে ভালো ভোটেই জিতবে।’ দলীয় কর্মী সমর্থকদের আশ্বাস দিয়ে এদিন মনোবল বাড়াতে সচেষ্ট হন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584