নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর কলেজ-কলিজিয়েট গ্রাউন্ডকে পার্থেনিয়ামের হাত থেকে বাঁচাতে সক্রিয় হলো মেদিনীপুর কুইজ কেন্দ্র।বুধবার সকালে মেদিনীপুর কলেজ-কলিজিয়েট মাঠে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো পার্থেনিয়াম নির্মূল অভিযান।

এদিন কুইজ কেন্দ্রের ১২ জন সদস্য-সদস্যার একটি স্বেচ্ছাসেবী দল মাঠের প্রাচীরের ধারে থাকা পার্থেনিয়াম গাছ গুলির উপর নুন জল ছিঁটিয়ে পার্থেনিয়াম ধ্বংস করেন।এর আগে কুইজ কেন্দ্রের উদ্যোগে কলেজ মাঠে অভিযান চালিয়ে কিছু পার্থেনিয়াম ধ্বংস করা হয়েছিল।

সংস্থার তরফে সুদীপ কুমার খাঁড়া জানান এদিনের অভিযানের পরও যে যদি কোন পার্থেনিয়াম গাছ বাদ পড়ে থাকে,সেই পার্থেনিয়াম গাছকে পরবর্তী সময় নুন জল ছিটিয়ে ধ্বংস করা হবে।
আরও পড়ুনঃ পার্থেনিয়ামে ভরছে গুসকরা


এদিনের অভিযানে, নেতৃত্ব দেন কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিংকু চক্রবর্তী,সহ-সভাপতি স্নেহাশিস চৌধুরী,কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ জানা, সদস্য অরিন্দম দাস,মণিকাঞ্চন রায়,সুতপা বসু, নরসিংহ দাস,অন্তরা বসু জানা,মৃন্ময়ী খাঁড়া, শুভ্রাংশু শেখর সামন্ত প্রমুখ।এদিন পার্থেনিয়াম সাফাইয়ের পাশাপাশি মাঠে প্রাতঃভ্রমনে আসা বেশ কিছু প্রবীন মানুষের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584