সুদীপ পাল,বর্ধমানঃ
ওডিশার মতন ব্যাপক ক্ষতি না হলেও ‘ফণী’র দাপটে আংশিক ক্ষতি হলো পূর্ব বর্ধমান জেলায়।
যুদ্ধকালীন তৎপরতায় ব্লক প্রশাসনের কাছ থেকে রিপোর্ট জোগাড় করে রাজ্যে পাঠানো হয়েছে।তাতে দেখা যাচ্ছে জেলায় ৫২টি কাঁচাবাড়ি সম্পূর্ণ ও ৮৫০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বল ও ভগ্নপ্রায় বাড়ি থেকে মানুষজনকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছিল জেলা শাসকের দপ্তর থেকে।
কালনা-২, কেতুগ্রাম-২ ও ভাতার ব্লকে বেশকিছু এলাকায় ভগ্নপ্রায় বাড়ি থেকে মানুষজনকে নিরাপদ জায়গায় সরানো হয়েছিল বলে জেলাশাসক দপ্তর সূত্রে জানা যায়।জেলা বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের অফিসার বামাপদ কুণ্ডু বলেন, ঘূর্ণিঝড়ে পূর্ব বর্ধমান জেলায় সাড়ে আটশো মাটির বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত এবং ৫২টি কাঁচাবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে জেলায় বিভিন্ন জায়গায়২০-২৫টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে।এছাড়াও ১০-১২টি ট্রান্সফর্মার পুড়ে যায় বলে খবর।
আরও পড়ুনঃ ফণী বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল
পূর্ব বর্ধমান জেলায় গলসি এলাকায় চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়।বেশ কিছু মাঠে ধান কাটা যায়নি ফলে বৃষ্টিতে ভিজে গেছে। কাটা ধান মাঠ জলপূর্ণ হওয়ায় সেই ধান ঘরে তোলা যায়নি।তবে চাষীরা বলছেন, যতটা আরও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল ততটা হয়নি।কিছুটা রক্ষাই হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584