আনিসুর রহমানঃ
মাদ্রাসায় নিয়োগ নিয়ে ফের দ্বিচারিতার অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে।একদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের দিকে। অন্যদিকে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদেরও চাকরিতে পুনর্বহাল করছে।
সুপ্রিমকোর্টে ১৪৮ মাদ্রাসা কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে মাদ্রাসা পড়ুয়ারা শিক্ষার অধিকার থেকে দীর্ঘদিন যে বঞ্চনা হয়ে আসছিল তা থেকে সাময়িক স্বস্তি দিয়েই এমএসসিকে এই নিয়োগের অনুমতি। কিন্তু সেখানেও চাকুরীপ্রার্থীদের বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ।এই নিয়ে ইতিমধ্যে কোর্টের দারস্থ হয়েছে ১৮৪ জন।আবার বেশ কিছু মাদ্রাসা কমিটি শিক্ষক না পেয়ে কোর্টে গেছে।আবার শর্তসাপেক্ষ এই নিয়োগে নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দও দুঃশ্চিন্তায় তাদের ভবিষ্যত নিয়ে।
অপরদিকে, কমিটির মাধ্যমে ম্যানেজমেন্ট কোটায় নিযুক্ত হওয়া শিক্ষকদের চাকরি বাতিল করার পরও আবার তাদের মধ্যে পাঁচজনের চাকরি ফিরিয়ে দিল রাজ্য সরকার। দুর্নীতির দায়ে বাতিল হওয়া চাকরিতে কিভাবে ঐ পাঁচজন ফিরে পেল এই নিয়েও উঠছে প্রশ্নচিহ্ন।
সুপ্রিমকোর্ট শেষ আদেশনামায় যেমন মাদ্রাসা সার্ভিস কমিশনকে সুপারিশের অনুমতি দেয়, ঠিক একইভাবে ম্যানেজিং কমিটির মাধ্যমে ইতিপূর্বে নিযুক্ত কর্মরত শিক্ষকদের নথি যাচাইয়ের পর তাদের বেতন দিতে বলে।কিন্তু অভিযোগ আগে থেকেই ছিল তাদের নিয়োগের দুর্নীতি নিয়ে, সেই সমস্ত শিক্ষকদের অস্তিত্ব নিয়ে।অভিযোগ ছিল তাদের কখনো ছাত্র-ছাত্রী এমনকি সহকর্মীরাও দেখেনি, সরকারি ডাইসে তাদের নাম নেই। তবুও ডিএমই তাদের নথি যাচাইয়ে বেশ কয়েকবার সুযোগ দেয়।কিন্তু নিয়োগ পদ্ধতি , পূর্ব অস্তিত্ব ইত্যাদি যাচাই না করেই শুধুমাত্র নথি যাচাইয়ের পরই পাঁচজনের চাকরি পুনর্বহাল করে। এই নিয়ে ডিএমই অধিকর্তা আবিদ হোসেনের প্রথম থেকেই দাবি সুপ্রিমকোর্ট শুধুমাত্র নথিপত্র যাচাইয়ের কথা বলেছে ,নিয়োগ পদ্ধতি নয়।
এখানেই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।উঠছে দ্বিচারিতার অভিযোগ।প্রথম থেকেই সরকার মাদ্রাসার নিয়োগ পদ্ধতি নিয়ে কোনও স্পষ্ট অবস্থান নেয়নি। এমনকি কোর্টে মামলা চলাকালীন ৩.৩.১৬ তারিখে সরকার কমিটির মাধ্যমে নিয়োগের আদেশনামা বের করে নতুনভাবে জটিলতা সৃষ্টি করে। পরে সেই আদেশনামা ইন্যাক্টিভ থাকলেও এই আদেশনামাই বর্তমান সমস্যার উৎস। এর ফল ভোগ করতে হচ্ছে প্রান্তিক শ্রেণীর এই শিক্ষা ব্যাবস্হাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584