ভোটের আগে দলবদলের খেলা

0
103

মনিরুল হক, কোচবিহারঃ

Party change before loksabha election
নিজস্ব চিত্র

লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বেড়ে চলেছে দলবদলের খেলা।কেউ শাসক দল থেকে বিরোধী দলে আবার কেউ বিরোধী শিবির থেকে শাসক শিবিরে যোগদান করছেন।শুক্রবার দুপুরে মাথাভাঙায় বিজেপির যুব মোর্চার সভাপতি গনেশ মৈত্র সহ ৫০ জন বিজেপি কর্মী সমর্থক তাঁদের দলে যোগদান করেন বলে দাবি তৃণমূল কংগ্রেসের।এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার।জানা গেছে,গনেশ বাবু দীর্ঘ দিন ধরে ৫ নং ওয়ার্ডে যুব মোর্চার সভাপতির দায়িত্ব সামলে এসেছেন। এদিন ওই যোগদান অনুষ্ঠানে কল্যাণী পোদ্দার ছাড়াও উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের তৃণমূল নেতা চন্দ্র শেখর রায় বসুনিয়া,জয় রায়,নাড়ু দাম সহ আরও অনেকে।
এদিন ওই যোগদান অনুষ্ঠান শেষে তৃণমূল নেত্রী কল্যাণী পোদ্দার বলেন, “আজ মাথাভাঙ্গা পৌরসভার বিজেপির যুব সংগঠনের সভাপতি গনেশ বাবু সহ প্রায় ৫০ জন বিজেপি কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও আদর্শে বিশ্বাসী হয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আজ তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে তুলে নেওয়া হল।”
এপ্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “খুব অল্প সময়ের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, তা সকলেই দেখতে পাচ্ছেন। আর সেই উন্নয়ন দেখে মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেস যোগদান করছেন। মানুষের দলে দলে তৃণমূলে যোগদানের ফলে স্পষ্ট কোচবিহারে তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী বিপুল ভোটে জয়লাভ করবেন।”

আরও পড়ুনঃ তৃণমূলের ব্লক যুব সভাপতি ও কর্মীদের বিজেপিতে যোগদান

বিজেপির মাথাভাঙ্গা শহর মন্ডল সভাপতি তথা শহরে ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ মন্ডল ওই দলবদল প্রসঙ্গে বলেন, “আমার কাছে এখন পর্যন্ত এই ধরনের কোন খবর আসে নি।বিষয়টি আমার জানা নেই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here