কান্দিতে তৃণমূল নেতা খুনের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর এলাকাজুড়ে

0
61

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

গতকাল শুক্রবার সন্ধ্যায় নেপাল সাহা নামের এক তৃণমূল নেতা খুন হয় কয়েকজন দুষ্কৃতীর হাতে। ঘটনাটি কান্দি থানার অন্তর্গত দুর্গাপুর এলাকার। আর এই খুনের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে কান্দির রাজনীতিতে।

dead body
মৃতদেহ। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, তৃণমূল নেতা নেপাল সাহা কান্দি থানার দুর্গাপুর এলাকার রেশন ডিলার ছিলেন। শুক্রবার রাত্রে রেশন দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন ঠিক তখনই কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে নেপাল সাহার শরীরের একাধিক জায়গা ক্ষত বিক্ষত। কান্দি থানার পুলিশ নেপাল সাহার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। শনিবার নেপাল শহর মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন হল কান্দি মহকুমা হাসপাতাল মর্গে। নেপাল সাহার খুনের পর শোকে পাথর আত্মীয়-স্বজন থেকে শুরু করে চেনা-পরিচিত সকলেই। নেপাল সাহার পরিবারে বর্তমানে দুই ছেলে রয়েছে এবং তার স্ত্রী রয়েছে তারা সকলেই মর্মাহত। এই খুনের ঘটনায় গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুলছে কংগ্রেস ও বিজেপি।

Kandi Police
নিজস্ব চিত্র

যদিও গোষ্ঠী কোন্দলের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তবে শাসকদলের রাজনৈতিক নেতার খুনের ঘটনায় কোন রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে আছে না কি কোনো ব্যক্তিগত আক্রোশের জন্য তা এখনও অধরা। আজ শনিবার সকাল থেকে কান্দি থানার দুর্গাপুর এলাকায় কান্দি থানার পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং কান্দি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ প্রশাসন।

আরও পড়ুনঃ ফারাক্কায় ৪ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার মহিলা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here