নতুন দলের সূচনা তৃণমূল সংগঠকের

0
183

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে তৃণমূলের প্রতিষ্ঠাতা নতুন দল গঠন করলেন। চোপড়ায় তদানীন্তন শক্তিশালী কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তৃণমূলের প্রথম পতাকা হাতে ধরা ড.তবিবুর রহমান মঙ্গলবার ইন্ডিয়ান ডেমোক্রেটিক পিউপলস পার্টি (আইডিপিপি) এর উদ্বোধন করেন।

নিজস্ব চিত্র

জানা গিয়েছে, ইসলামপুর বাস টার্মিনাসে আয়োজিত এক অনুষ্ঠানে এদিন মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে নতুন দলের সূচনা করেন আইডিপিপির প্রতিষ্ঠাতা তথা রাজ্য সভাপতি ড.তবিবুর রহমান।গান্ধী জয়ন্তীতে রাজ্যজুড়ে শান্তির কামনা করে দলীয় কর্মীদের প্রতি নিজ নিজ এলাকায় শান্তি প্রতিষ্ঠার বার্তাই দিলেন ড.তবিবুর রহমান। ড.তবিবুর রহমান বলেন, অনেক কষ্ট করে চোপড়ায় সিপিএম কংগ্রেসের মার খেয়ে তৃণমূলের সংগঠন খাড়া করেছিলাম,কিন্তু আজকে তৃণমূলে আমাদের মতো পুরানো নেতাকর্মীদের কোনও জায়গা নেই।

নিজস্ব চিত্র

তৃণমূল দলটা এখন ক্রিমিনালে ভরে গিয়েছে। শাসকদলের বিরোধী শূন্যের রাজনীতিতে এরাজ্যে গণতন্ত্র বিপন্ন হচ্ছে।গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা নতুন দল শুরু করলাম।

আরও পড়ুনঃ ভারত ভূটান মৈত্রী পদযাত্রা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here