নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ও বিধায়কের পদত্যাগের পর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের বুকে তৃণমূলের দুই পার্টি অফিসের রং বদল করে করা হয়েছিল গেরুয়া রং ৷ সামনে বড় বড় হরফে লেখা হয়েছিল শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র ৷
বৃহস্পতিবার সকাল থেকে এই দুটি পার্টি অফিস পুনরুদ্ধার করল তৃণমূল । গেরুয়া রং মুছে ফের নীল সাদা রং করা হল ৷ লাগানো হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ৷
প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী কে নিয়ে কার্যত জল্পনা উঠেছিল তুঙ্গে, সেই জল্পনার মাঝেই গতকাল বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারি ৷
আরও পড়ুনঃ তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা শুভেন্দুর
তবে কি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করতে চলেছে? ক্রমশ এই জল্পনা ঘনীভূত হচ্ছে রাজনৈতিক মহলে ৷ সম্প্রতি শুভেন্দু সহায়তা কেন্দ্র খোলা হয় গোটা জেলা জুড়ে, যার শুভসূচনা আনুষ্ঠানিক ভাবে করা হয়েছিল ৷
আরও পড়ুনঃ রদবদল কোলাঘাট যুব তৃণমূল নেতৃত্বের
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ে অফিসে রাতের অন্ধকারে কেউ বা কারা পার্টি অফিসের নাম মুছে দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে ওঠে শহর ৷ তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি খবর পেয়ে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে নতুন ভাবে রং দিয়ে পার্টি অফিসের নাম লিখলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584