ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে ফিরতে চলেছে পাশ-ফেল প্রথা। কেন্দ্রের প্রস্তাব মেনে শুধুমাত্র পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ-ফেল চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শীঘ্রই নবান্নের তরফে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞাপন প্রকাশ করা হবে জানা গেছে।
এই শ্রেণী গুলিতে যারা অকৃতকার্য হবে তাদের দু’ মাসের বিশেষ ক্লাস নিয়ে আর একটি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। সেখানে কৃতকার্য হলে নতুন শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে তারা।
প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা ভোটের পূর্বেই পঞ্চম অষ্টম শ্রেণীতে পাশ-ফেল চালুর বিষয়ে রাজ্যগুলির কাছে সুপারিশ করেছিল কেন্দ্র। রাজ্যের তরফে তখন পাশফেল চালুর বিষয়ে নীতিগত সম্মতি প্রদান করা হয়েছিল।
শুধুমাত্র পঞ্চম- অষ্টমশ্রেণীতে পাশফেল প্রবর্তনের বিষয়ে একাংশের শিক্ষাবিদদের আপত্তি ছিল, তাঁরা চেয়েছিলেন রাজ্যে তৃতীয় শ্রেণী থেকে ফিরুক পাশফেল। এই বিষয়ে পাঁচ সদস্যের একটি কমিটি তৈরি করে রাজ্য শিক্ষা দফতর। রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটি জুলাই মাসের শেষে রিপোর্ট জমা দেয়।
সূত্রের খবর, ৩৪ পাতার সেই রিপোর্টে বছরে তিনটি পরীক্ষা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের বিশেষ ভূমিকার কথা উল্লেখের পাশাপাশি পঞ্চম এবং অষ্টমশ্রেনীতে পাশফেল প্রত্যাবর্তনের সুপারিশ করেছিল কমিটি। পাশ-ফেল কমিটির রিপোর্ট চুড়ান্ত অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল। আজ মুখ্যমন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে এরাজ্যে স্কুলগুলিতে ফিরতে চলেছে পাশফেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584