সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
দুটি বাসের রেষারেষি জেরে নয়নজলিতে উলটে গেল যাত্রীবাহী বাস।দুর্ঘটনায় আহত দশজন যাত্রী।ডায়মন্ড হারবার থানার ১১৭নং জাতীয় সড়কে স্রোতের পোলের মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।এসডি ১৯ রুটের পাথরপ্রতিমার বাস পাথরপ্রতিমা থেকে কলকাতায় যাচ্ছিল। যাওয়ার পথে ডায়মন্ড হারবার থেকে দুটি বাস রেষারেষি করে।দুটি বাসই ছিল কলকাতার গামী।যাওয়ার সময় ডায়মন্ড হারবার স্রোতের পোলের কাছে পাথর প্রতিমা থেকে আসা এসডি ১৯ বাসটি রাস্তার ধারে পোষ্টে ধাক্কা মেরে নয়নজলিতে গিয়ে পড়ে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।আহতরা সরিষা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। পাশাপাশি বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে।ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ ছিল জাতীয় সড়ক।ক্রেন দিয়ে সরান হয় বাসটিকে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশ থেকে পাচার হওয়া কচ্ছপ উদ্ধার হল বর্ধমানে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584