স্মার্টকার্ড রিচার্জ থেকে টাইমিংয়ের খুঁটিনাটি এক ক্লিকেই মিলবে কলকাতা মেট্রোর নতুন অ্যাপে

0
82

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে বন্ধ থাকার পর ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। বর্তমানে কলকাতা মেট্রো পরিষেবা চালু হলেও ই-টিকিট, মেট্রোর সময়সূচী নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে কমবেশি সকলকেই।

platform | newsfront.co
প্রতীকী চিত্র

নিউ নর্মাল পরিস্থিতিতে মেট্রো পরিষেবার সেই সব সমস্যা মেটাতে এবার ট্রেন সংক্রান্ত সমস্ত রিয়েল টাইম অ্যালার্ট এবার থেকে অ্যাপের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার পদ্ধতি চালু করছে মেট্রো। বুধবার এমনটাই জানিয়েছেন মেট্রোর এক আধিকারিক। এই অ্যাপের নাম ‘মেট্রো রেলওয়ে অফিসিয়াল অ্যাপ’। মেট্রোর সিপিআরও ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, “এই অ্যাপের মাধ্যমে আমরা মেট্রো পরিষেবাগুলিতে আপডেট পাঠানোর কাজ শুরু করেছি।” বুধবার এই অ্যাপের লঞ্চ করা হয় মেট্রোর তরফে।

আরও পড়ুনঃ হাথরাস গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে সরব মমতা

জানানো হয়েছে গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এই অ্যাপ। মোবাইলে তা ডাউনলোড করলেই সব সুবিধা পেয়ে যাবেন যাত্রীরা। এই অ্যাপ থেকেই এবার স্মার্টকার্ড রিচার্জ করতে পারবেন তাঁরা। এমনকি ই-পাসও জেনারেট করা যাবে এই অ্যাপের মাধ্যমে।

অ্যাপ্লিকেশনটি স্টেশন এবং মেট্রোর রুটের ম্যাপ, ভাড়া, প্রত্যাশিত ভ্রমণের সময়-সহ অন্যান্য তথ্যও যাত্রীদের জানতেও সাহায্য করবে। জানা যাবে মেট্রোর টাইমিং অর্থাৎ কোন স্টেশন থেকে কোন মেট্রো কখন ছাড়বে, কখন পরের স্টেশনে পৌঁছবে, কোনও স্টেশন থেকে গন্তব্যের ভাড়া কত, স্টেশনে কটি চলমান সিড়ি আছে, প্রবেশ বা বাহিরের পথ কোনদিকে- এ সবই বলে দেবে এই অ্যাপ। এখানেই শেষ নয়, প্রতিটি স্টেশনে নামলে কোন কোন দর্শনীয় স্থান যাত্রীরা দেখতে পাবেন, তাও থাকছে ওই অ্যাপে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here