সুদীপ পাল বর্ধমান
জেএনইউ-এর পড়ুয়াদের উপরে হামলা নিয়ে কুরুচিকর মন্তব্য করছিলেন কয়েকজন। সেই মন্তব্যের প্রতিবাদ করায় মেরে ফেলার হুমকি পেলেন শিক্ষিকা।
বিষয়টি নিয়ে রানীগঞ্জের টিডিবি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা শঙ্খমালা রায় পুলিশ কর্তার কাছে গিয়েছিলেন। সেখানেও লিখিত অভিযোগ না নিয়ে মৌখিক অভিযোগ নেওয়া হয়েছে বলেও নালিশ শিক্ষিকার।
শঙ্খমালার বক্তব্য, কলকাতা থেকে দূরপাল্লার বাসে রানীগঞ্জে আসছিলেন তিনি। দুর্গাপুর ছাড়ার পর কয়েকজন যাত্রী জেএনইউ পড়ুয়াদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে কুরুচিকর মন্তব্য করতে থাকেন।
আরও পড়ুনঃ শস্য থেকে শৌচালয়, আদমশুমারিতে জানাতে হবে খুঁটিনাটি তথ্য
কেন এরকম মন্তব্য তারা করছেন তা জানতে চান শঙ্খমালা। সেই সময় যাত্রীদের মধ্যে কোনো উত্তর পাওয়া না গেলেও নির্দিষ্ট স্টপেজে শঙ্খমালা নামার পরে হঠাৎ করে এক ব্যক্তি ‘পড়ুয়াদের মেরেছি তোকেও মেরে ফেলব’ বলে হুমকি দিয়ে পালিয়ে যায়।
এরপর রানীগঞ্জ থানায় গেলে তাঁর কাছ থেকে লিখিত অভিযোগ নেওয়া হয়নি। মৌখিক অভিযোগ জানাতে বলা হয়।
আরও পড়ুনঃ রঞ্জি ম্যাচ ঘিরে সাজো সাজো বালুরঘাট স্টেডিয়াম
গণতান্ত্রিক দেশে বাকস্বাধীনতা কেন এভাবে বিপন্ন হবে এই প্রশ্ন উঠছে ঘটনার পরে। যদিও পুলিশ কেন লিখিত অভিযোগ নিল না সেটি নিয়েও উঠছে প্রশ্ন। পুলিশের লিখিত অভিযোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584