নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা-হাওড়া লোকাল চালু সহ একাধিক দাবিতে বেলদা স্টেশনে ডেপুটেশন দিল বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি।
যদিও রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু করা হয়েছে লোকাল ট্রেন৷ কিন্তু বেলদা-খড়্গপুর শাখার বেলদা থেকে লোকাল ট্রেন চালু করা হয়নি ফলে অনেক অসুবিধের মধ্যে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের।
তাই লোকাল ট্রেন যাতে চালু করা হয় বেলদা থেকে তারই দাবিতে রবিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা রেল ষ্টেশনের স্টেশন মাস্টার কে একটি ডেপুটেশন দেওয়া হয় বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে। তাদের আরও কিছু দাবি জানানো হয় ৷
আরও পড়ুনঃ অনুকূল পুত্রের বাড়িতে কৈলাশ, জল্পনা
বেলদা হাসপাতাল যাওয়ার রাস্তায় রেল গেট দীর্ঘক্ষণ বন্ধ থাকার থাকার ফলে হাসপাতালে যাওয়ার সময় অনেক রোগীকে অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে, তাই সেই রাস্তায় যাতে একটি ওভার ব্রিজ করা হয় তার প্রস্তাব দেওয়া হয়।
আরও পড়ুনঃ গুরুত্বপূর্ণ ব্যক্তি, বহাল থাকছে শুভেন্দুর সরকারি নিরাপত্তা
এদিন ডেপুটেশন কর্মসুচিতে উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান ও নারায়ণগড় এর বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, মিহির চন্দ সহ অন্যান্যরা। এদিন রেল ষ্টেশনে ডেপুটেশনের পরে বেলদা গান্ধীপার্কে অবস্থান বিক্ষোভ করে সমিতির সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584