মাথাভাঙায় বিদ্যুতের দাবীতে পৃথক দুই অবরোধে ভোগান্তি যাত্রীদের

0
34

মনিরুল হক, কোচবিহারঃ

road blockade at mathavanga | newsfront.co
নিজস্ব চিত্র

একদিকে প্রবল বর্ষা, অপর দিকে টানা চারদিন ধরে বিদ্যুৎ নেই গ্রামে, নাজেহাল সমস্ত গ্রামের মানুষ। অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে গোটা গ্রাম। সমস্যা সমাধানের বালাই নেই বিদ্যুৎ দফতরের। বাধ্য হয়ে বুধবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাই মাদ্রাসা চৌপথীতে।

road blockade at mathavanga | newsfront.co
নিজস্ব চিত্র

ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মাথাভাঙ্গা থানার আই সি প্রদীপ সরকার ও বিদুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মহাবুল হোসেন। তারপর পুলিশ ও বিদুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দেওয়ার পরেই ওই পথ অবরোধ তুলে নেওয়া হয়। প্রায় এক ঘন্টা অবরোধ চলাকালীন রাজ্য সড়কের যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তি পোহাতে হয় সাধারন মানুষের। পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়ে যায়। টানা কয়েকদিন ধারাবাহিক মাথাভাঙ্গার বেশ কয়েকটি স্থানে অবরোধ হওয়ায় বিভিন্ন মহলে গুঞ্জন উঠতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম,আজিজার মিয়া,বাবলা হোসেনরা জানান, গত চারদিন ধরে আমাদের গ্রামে বিদ্যুৎ নেই। অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। বিদ্যুৎ দফতরের আধিকারিকে অনেকবার জানিয়েছি, কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়েই কোচবিহার শিলিগুড়ি রাজ্য সড়কের হাই মাদ্রাসা চৌপথিতে পথ অবরোধ করলাম।

অপরদিকে, শিকারপুর বাজারে বিদ্যুতের দাবিতে পথ অবরোধ শুরু হয় স্থানীয় ব্যবসায়ীরা। কয়েকদিন ধরে ওই বিদ্যুৎ নেই। সেই কারণে সেখানে পথ অবরোধ করা হয়।

আরও পড়ুনঃ বিদ্যুৎ দফতরে ভাঙচুর চালাল গ্রাহকরা

বিজিকুটার গ্রামের বাসিন্দা বিদ্যুৎ প্রামাণিক বলেন, কয়েকদিন থেকে গ্রামে বিদুৎ নেই, অন্ধকারে আছি, খুব কষ্ট হচ্ছে। বাধ্য হয়েই পথ অবরোধ শুরু করলাম।

একের পর এক পথ অবরোধ তুলতে নাজেহাল মাথাভাঙ্গা থানার পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here