স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে চেয়ে যাত্রী বিক্ষোভে উত্তাল হাওড়া স্টেশন

0
89

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা মহামারী সংক্রমণের জন্য দীর্ঘদিন ধরে ট্রেন বন্ধ থাকার কারণে বহুদিন ধরেই বাড়ছে যাত্রী বিক্ষোভ। স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে চেয়ে বহু স্টেশনেই বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। এবার বিক্ষোভ আছড়ে পড়ল খোদ হাওড়া স্টেশনে।

Howrah Station | newsfront.co
নিজস্ব চিত্র

সারা দেশের মানুষের অন্যতম লাইফলাইন ট্রেন। কিন্তু করোনা মহামারী পরিস্থিতিতে কিভাবে সংক্রমণ এড়িয়ে সারা দেশে ট্রেন চলাচল শুরু করা সম্ভব, তা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি রেল মন্ত্রক।

এই পরিস্থিতিতে শনিবারে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে চেয়ে হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল। স্টেশনে ঢোকার মুখেই আটকে দেওয়া হয় যাত্রীদের। বন্ধ করে দেওয়া হয় স্টেশনে ঢোকার গেট। ব্যারিকেড করে যাত্রীদের আটকানোর চেষ্টা করে রেল পুলিশও।

আরও পড়ুনঃ টেস্ট পরীক্ষা ছাড়াই পড়ুয়াদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার প্রস্তাব শিক্ষকদের

এরপরই পুলিশের ব্যারিকেড টপকে জোর করে স্টেশনে ঢুকতে গেলে জিআরপি ও আরপিএফ কর্মীদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয় যাত্রীদের। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় পুলিশকে। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া স্টেশন চত্বর।

আরও পড়ুনঃ ‘মুকুল রায় টাকা নেননি,’ আচমকাই নারদ কাণ্ডে বিস্ফোরক দাবি ম্যাথুর

রেল পুলিশের তরফে দেওয়া এক আধিকারিক জানিয়েছেন, তাঁদের কাছে স্পষ্ট নির্দেশ রয়েছে যে স্টাফ ট্রেনে কাউকে উঠতে দেওয়া যাবে না। অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, স্পেশাল ট্রেন যাত্রীদের জন্য চালানো হোক।

রেল কর্তৃপক্ষের দাবি স্টাফ স্পেশাল ট্রেন শুধুমাত্র রেলকর্মীদের জন্যই চালানো হচ্ছে। সেখানে সাধারণ যাত্রীদের ওঠার অনুমতি নেই। এভাবে সাধারণ যাত্রীদের প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। অবিলম্বে সাধারণ যাত্রীদের জন্য ট্রেন চালু করুক রেল কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here