সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান আসানসোল শাখার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন মানকর। অমরারগড়, ভাতকুন্ডা, মারো, বুদবুদ, শুকডাল, তিলডাঙ্গা প্রভৃতি অঞ্চল মানকর রেল স্টেশনের উপর নির্ভরশীল। কিন্তু কেবলমাত্র রেল লাইনের পূর্ব দিকে কাউন্টার থাকায় বিপাকে পড়ছেন অনেক যাত্রীই। যাত্রীদের অভিযোগ রেল প্রশাসনকে একাধিকবার এই অসুবিধার কথা জানিয়েও কোন লাভ হয়নি। স্থানীয় বাসিন্দা সুদীপ্ত পাল বলেন, মানকরের রেল টিকিট কাউন্টারের উপর সবসময় ভালো চাপ থাকে। এখানে পূর্ব দিকে কাউন্টার আছে কিন্তু পশ্চিমে নেই। আর তাতেই সমস্যায় পড়ছেন বুদবুদ, রাইপুর, অর্জুনপুর সহ একাধিক গ্রামের রেল যাত্রীরা। বুদবুদের বাসিন্দা কৌস্তভ অধিকারী বলেন, মানকরে ট্রেন ধরা আমাদের পক্ষে খুব সমস্যার হয়ে যায়। কারণ যেহেতু পশ্চিম দিকে কোন টিকিট কাউন্টার নেই তাই আমাদের মানকর রেলগেট পেরিয়ে কাউন্টারে আসতে হয়। রেলগেট অনেক সময় দীর্ঘক্ষণ এর জন্য বন্ধ থাকলে টিকিট কেটে ট্রেন ধরা বেশ মুশকিল হয়ে যায়।
আরও পড়ুন লিঙ্ক না থাকায় চারদিন ধরে বন্ধ সংরক্ষিত টিকিট বুকিং
মানকর স্টেশনে গড়ে কুড়ি হাজার যাত্রী নিত্য যাতায়াত করেন। এঁদের অনেকেই আসেন রেল লাইনের পশ্চিম দিক থেকে। এই যাত্রীদের পূর্ব দিকে এসে টিকিট কাটতে হয়। সুদীপ্ত পাল বলেন, পশ্চিম দিকে টিকিট কাউন্টারের আবেদন রেল কর্তৃপক্ষের কাছে বহুদিনের।
আমাদের দাবী যেখানে রেলের ফুটব্রিজটি রয়েছে, পশ্চিম দিকে সেখানে একটি কাউন্টার করা হোক। পশ্চিম দিকে কাউন্টার হলে পূর্বদিকের এই একটি কাউন্টারের উপর ভীড় কমবে। যাত্রীদের অভিযোগ একটি কাউন্টার থাকায় টিকিটের লাইন এত দীর্ঘ হয় যে অনেক সময় টিকিট কাটতে গিয়ে ট্রেন ধরতে পারি না। এ বিষয়ে মানকর স্টেশন ম্যানেজার নিরঞ্জন অধিকারী বলেন, আমার আগে যিনি স্টেশন ম্যানেজার ছিলেন তিনি রেল পরিদর্শনের সময় কর্তৃপক্ষকে পশ্চিম দিকে টিকিট কাউন্টারের ব্যপারে আবেদন করেছিলেন। কিন্তু তারপর কর্তৃপক্ষের সাথে এনিয়ে কোন আলোচনা হয়নি। এলাকবাসীর দাবী, যেখানে প্রত্যেকদিন গড়ে প্রায় নব্বই হাজার টাকার টিকিট বিক্রি হয় মানকর স্টেশনে, সেখানে কেন যাত্রী সুবিধার্থে পশ্চিম দিকে একটি কাউন্টার খোলা যাচ্ছে না? উত্তর অবশ্য অজানা মানকরের রেল যাত্রীদের কাছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584