যাত্রীবাহী অনিয়ন্ত্রিত বাসের ধাক্কায় আহত পথচারী,ক্ষোভে অবরোধ

0
65

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

passengers unregulated bus pushing pedestrian
ঘাতক বাস।নিজস্ব চিত্র

মঙ্গলবার দুপুরে মাছ বিক্রি করে ফেরার পথে বেপরোয়া বাসের মুখে পড়ে গুরুতর জখম এক ব্যক্তি। ঘটনাটি ঘটে মেদিনীপুর শহরের মহাতাবপুর চকে।জানা গিয়েছে এদিন দুপুরে কানাই সাহা(৬২)নামে এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় হঠাৎই দ্রুত বেগে ছুটে আসা এক বাসের মুখে পড়ে যায়।এর পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে।স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বাসে। বাসের সমস্ত টায়ার পাংচার করে দেওয়া হয়।এরপরেই স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে দুগুনে তলার থেকে জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তা অবরোধ করে।আধাঘণ্টা অবরোধ চলার পর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বাসের গতি সামলাতে রাস্তার উপরে স্পিডব্রেকার তৈরি করার দাবি জানায় স্থানীয়রা।পুলিশ এসে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

passengers unregulated bus pushing pedestrian
ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

আরও পড়ুন: নিউজফ্রন্ট ক্যামেরায় এক্সক্লুসিভঃতুষারপাত,বরফের চাদরে ঢাকা সান্দাকফু

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here