টিন্ডারে এবার বিনামূূল্যে মিলবে পাসপোর্ট

0
74

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

টিন্ডার সদস্যদের জন্য সুখবর। টিন্ডারে এবার বিনামূল্যেই পাওয়া যাবে পাসপোর্ট। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত টিন্ডার কর্তৃপক্ষের। করোনা সংক্রমণ রুখতে টিন্ডার সেলফ আইসোলেশন এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সমস্ত সদস্যদের জন্য বিনামূল্যে পাসপোর্ট করার সিদ্ধান্ত নেয়। টিন্ডার পাসপোর্ট সাধারণত টিন্ডার প্লাস এবং গোল্ড গ্রাহকদের জন্য অর্থ প্রদত্ত ছিল।

tinder | newsfront.co

এটি এখন বিনামূল্যে পাবেন টিন্ডার সদস্যরা। যখন ঘরে বসেই দিন কাটাচ্ছে সকলে। তখন বিশ্ব ভ্রমণের বৈশিষ্ট্য তৈরি করার জন্য টিন্ডার কিছু অভ্যন্তরীণ পরামর্শ পেয়েছে। যারা টিন্ডারের সঙ্গে এখনও বিশ্ব ভ্রমণ করেন নি, পাসপোর্ট করতে হলে তাদের সোয়াইপ করতে একটি পিন দেওয়া হবে, সেটা ম্যাচ করতে হবে। এরপরই বিশ্বের যে কোনও জায়গায় সদস্যদের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হবে।

টিন্ডারে পাসপোর্ট করাতে হলে যে পদ্ধতিগুলি অবলম্বন করতে হবে সেগুলি হল-

১) “বোর্ডিং পাস” রিফ্রেশ হতে দিতে হবে।

২) এটিকে গেট তৈরি করতে হবে। এটি তৈরি করার জন্য প্রথমে প্রোফাইল আইকনে গিয়ে সেটিংসে যেতে হবে। এরপর নিচে স্ক্রোল করে লোকেশন-এ ক্লিক করতে হবে। এবার একটি নতুন অবস্থান যুক্ত করে সোয়াইপ করতে হবে।

৩) এরপর আন্তর্জাতিক কথোপকথন করতে হবে।

৪) কেবলমাত্র গ্রীষ্মপ্রধান গন্তব্যের জন্য নয়। যদি কোনও ব্যক্তি তাঁর দৈনন্দিন জীবন থেকে তাঁর শৈশবের শহরে বাবা, মায়ের সঙ্গে সামাজিক দূরত্ব খুঁজে পান, তবে ওই ব্যক্তি নতুন লোকের সঙ্গে সংযোগ যে জায়গাগুলি প্রায়শই যেতেন সেই জায়গাগুলিতে আবার পাসপোর্ট করতে পারবেন।

৫) যতবার ইচ্ছা কোনও ব্যক্তি তাঁর অবস্থানগুলি পরিবর্তন করতে পারেন, সেইজন্য ভার্চুয়াল পাসপোর্ট বইটি পূরণ করতে হবে। এ ক্ষেত্রে আঞ্চলিক সময় নিয়ে চিন্তা করতে হবে না। ব্যক্তির প্রোফাইলটিকে ভ্রমণের ২৪ ঘন্টা অবধি দেখা যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here