শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
বিশ্ব ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী দলগুলোর মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া। ক্রিকেটের যাত্রাকাল থেকে এখন পর্যন্ত দূর্দান্ত পারফরম্যান্স দিয়ে ক্রিকেট যাবতীয় বৈশ্বিক ট্রফি গুলি নিজেদের ঘরে তুলেছে। শুধু মাঠেই ভালো পারফরম্যান্স নয় মাঠের বাইরেও বারবার বিতর্কে জড়িয়েছেন দলের ক্রিকেটাররা। দলের খেলোয়াড়দের কর্মকান্ডে বারবার বিধ্বস্ত হয়েছে অজি ক্রিকেট বোর্ড। বছর কয়েক আগে বল কেলেঙ্কারির ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল ক্রিকেট বিশ্ব। চাপে পড়ে টেস্ট দল থেকে স্টিভ স্মিথকে অধিনায়কের পদ থেকে বরখাস্ত করেন অজি ক্রিকেট বোর্ড। পাশাপাশি এক বছরের জন্য নির্বাসিত হন বেশ কয়েকজন ক্রিকেটার।
এমন বিতর্কিত পরিস্থিতি সামাল দিতে তাসমানিয়া ক্রিকেটের অন্যতম পরিচিত অভিজ্ঞ খেলোয়াড় টীম পেইনকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেন। পরিস্থিতি সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছিলেন টেস্ট ক্রিকেট দল। এরই মাঝে আবার বিতর্কে জেরবার টিম অস্ট্রেলিয়া।
আরও পড়ুনঃ সদ্য প্রকাশিত হল টি-টোয়েন্টির ব্যাটিং ব়্যাঙ্কিং, প্রথম দশ থেকে ছিটকে পড়লেন বিরাট কোহলি
সামনে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ। সেই সিরিজে ভালো কিছু করার প্রত্যেয় নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন দলের ক্রিকেটাররা। কিন্তু সেক্স চ্যাট বিতর্কে এবার জড়িয়েছেন স্বয়ং অধিনায়ক টীম পেইন। ২০১৭ সালে এক নারী কর্মীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই তখনই ক্ষমা চেয়ে নেন তিনি। কিন্তু বিতর্কের জল বহুদূর গড়িয়েছে। নতুন করে আবার ঘটনাটি উঠে এসেছে। ফলে অধিনায়ক পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ‘হালাল মাংস’ বিতর্কে জেরবার বিসিসিআই, অবশেষে যাবতীয় বিতর্কে জল ঢেলে মুখ খুলল বোর্ড
অধিনায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর নতুন অধিনায়ক নির্বাচনের জন্যে তফিঘড়িই আলোচনায় বসেছিলেন অজি ক্রিকেট বোর্ড। অধিনায়কের দৌড়ে ছিলেন স্টিভ স্মিথ এবং টীম পেইন এর আন্ডারে সহ অধিনায়ক থাকা পেসার প্যাট কামিন্স। সবাই আশা করেছিলেন স্টিভ স্মিথ তাঁর পুরানো রাজত্ব ফিরে পাবেন। কিন্তু সেই আশায় জল ঢেলে অজি ক্রিকেট সিদ্ধান্ত নিয়ে প্যাট কামিন্সকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেন। বিশেষ ভাবে উল্লেখ্য, ৬৫ বছরের ইতিহাসে প্রথম কোন ফাস্ট বোলার অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584