কোভিড বিধি লঙ্ঘনের দায়ে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন কামিন্স, অধিনায়ক হলেন স্মিথ

0
68

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ দ্বিপক্ষীয় সিরিজ হলো অ্যাশেজ। এবার এই সিরিজ মাঠে গড়িয়েছে গত ৮ ডিসেম্বর। প্রথম টেস্টে দুর্দান্ত এক জয় পেয়েছে অজিরা। আজ অ্যাডিলেডে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। এই টেস্ট হচ্ছে পিঙ্ক বলে অর্থাৎ দিন রাতের টেস্ট।বল টেম্পারিংয়ের দায়ে অধিনায়কত্ব ছাড়া স্টিভ স্মিথ এই টেস্টে ফের অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন।

Aussie Bowler pat cummins

এবারের অ্যাশেজে পেসার প্যাট কামিন্সকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর স্মিথকে রাখা হয়েছিল সহ-অধিনায়ক হিসেবে। প্রথম টেস্টে কামিন্সের নেতৃত্বে দুর্দান্ত জয়ও পায় অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় খেলা হচ্ছে না কামিন্সের। ম্যাচের আগের রাতে একটি রেস্তোরায় করোনা আক্রান্ত ব্যক্তির সান্নিধ্যে যাওয়ায়, করোনা বিধি লঙ্ঘনের দায়ে কামিন্সকে এই টেস্টে রাখা হয়নি। তাই অস্ট্রেলিয়াকে পুনরায় নেতৃত্ব দিচ্ছেন স্মিথ।

ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন দলের অন্যতম পেসার জস হ্যাজেলউডও। তার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন জাই রিচার্ডসন। শঙ্কা থাকলেও ফিটনেস পরীক্ষায় পাস করে এই টেস্টে খেলছেন বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার। কামিন্সের জায়গায় দলে ঢুকেছেন মাইকেল নেসার।

আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকা সফরে থাকছেন! ছুটির গুঞ্জন উড়িয়ে জানালেন কোহলি

টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া। প্রতিবেদন লেখার সময় তাদের দলীয় সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ৪৬ রান। কিছু ক্ষণ আগে ডিনার বিরতি শেষে মার্নাস লাবুশানে ১৬ ও ডেভিড ওয়ার্নার ২১ রানে ব্যাট করছেন। ৩ রান করে সাজঘরে ফিরেছেন মার্কাস হ্যারিস ব্রডের বলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here