নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
আত্মনির্ভর ভারত, আর নরেন্দ্র মোদীর স্লোগান মেনেই জয় শাহরা আইপিএলে আনতে চাইছেন টাইটেল স্পনসর হিসেবে দেশীয় ব্র্যান্ড। তাই বিজেপি সরকারের ঘনিষ্ঠ বাবা রামদেবের কোম্পানি পতঞ্জলি হতে পারে এবারের আইপিএলে টাইটেল স্পনসর।

একাধিক দেশিয় কোম্পানির নাম ভিভোর জায়গায় আসন্ন আইপিএলে ঘোরাফেরা করলেও পতঞ্জলির সব থেকে এগিয়ে স্পনসর হওয়ার জন্য বলে বোর্ড সূত্রের খবর। তাঁদের মুখপাত্র এস কে তিজারাওয়ালা জানান, আমরা বিসিসিআইয়ের কাছে আবেদন করবো, রামদেবের সংস্থা দেশে নিজেদের মার্কেট করেছে ভালো তবে নিজেদের ব্র্যান্ডকে তারা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চান, আর আইপিএল থেকে ভালো মঞ্চ আর হতে পারে না তাই এমন পরিকল্পনা।
আরও পড়ুনঃ ভিভোর চলে যাওয়াকে গুরুত্ব দিচ্ছেন না সৌরভ
পতঞ্জলি ছাড়াও অ্যামাজন, ড্রিম ইলেভেন, বাইজু’স, টাটা, আদানির মত কোম্পানির নামও ঘুরছে এবারের টাইটেল স্পনসর হিসেবে এখন দেখার সবাইকে টেক্কা দিয়ে পতঞ্জলি ২০২০ আইপিএল টাইটেল স্পনসর এ নিজেদের নাম লেখাতে পারে কি না !
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584