অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অবসর নেওয়ার পর তার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিলেন পার্থিব প্যাটেল। সৌরভের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি টুইট করে লেখেন, “যে সমস্ত অধিনায়কদের অধীনে খেলেছি। তাদের প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ। বিশেষ করে আমার প্রথম ক্যাপ্টেন দাদার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। উনি আমার উপর অনেক ভরসা করেছিলেন। জীবনে যা হয়েছি তার অনেকটা অবদান দাদার।“
২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটিয়েছিলেন। সেই সময় জাতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়া তিনি দীর্ঘ সময় সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়দের, বীরেন্দ্র সেহবাগের মত তারকাদের সঙ্গে খেলেছেন।
আরও পড়ুনঃ প্রথম টেস্টে ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া
পার্থিব টুইটে জানান, “ওদের মত তারকাদের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। আর ওঁদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। শুধু সতীর্থরাই নন, প্রতিপক্ষ ক্রিকেটাররা অনেক কিছু শিখিয়েছে আমাকে।“ সৌরভ ছাড়াও দ্রাবিড়, ধোনি ও কোহলির অধিনায়কত্বে খেলেছেন তবে বেশি সময় সৌরভের অধিনায়কত্বতেই খেলেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584