চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু প্রসূতির, ডাক্তারকে পরানো হল মালা

0
157

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

শনিবার দিনভর এক প্রসূতির মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো লালবাগ মহকুমা হাসপাতালে। বিরল প্রতিবাদের সাক্ষী হল মুর্শিদাবাদ। মৃতের নাম নাম শতাব্দী দত্ত হালদার (২৮)।

patient dead | newsfront.co
মৃত শতাব্দী দত্ত হালদার। নিজস্ব চিত্র

জিয়াগঞ্জ নিবাসী শতাব্দী দত্ত হালদার। প্রসব যন্ত্রণা ওঠায় রাত্রি ৩টে ৫০ নাগাদ ওনাকে বাড়ি থেকে নিয়ে আসা হয় এবং ডাক্তারকে কল দেওয়া সত্ত্বেও তিনি সময়ের মধ্যে আসেননি। যখন আসেন তখন সকাল ৯টা ১০। এসে ওনাকে দেখে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

নিজস্ব চিত্র

এরপরই চরম চাঞ্চল্য এবং উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতালে। তবে মৃতের পরিবারের লোকেরা ঘটনায় লালবাগ মহকুমা হাসপাতালে কোন ভাঙচুর বা অগ্নিসংযোগ করা হয়নি ।

বাপ্পা দত্ত, মৃতার কাকা। নিজস্ব চিত্র
অভিজিৎ দেওঘরিয়া, হাসপাতাল সুপার। নিজস্ব চিত্র
ডাঃ বাসব সাহা, অভিযুক্ত চিকিৎসক। নিজস্ব চিত্র

রীতিমতো অভিযুক্ত চিকিৎসক ডাঃ বাসব সাহাকে মৃতদেহের সামনে এনে গলায় মালা পরিয়ে সাথে উপস্থিত স্থানীয় ব্যক্তি থেকে শুরু করে মৃতার পরিবারের লোকেরা চাঁদা তুলে টাকা তুলে দেন ওই চিকিৎসকের হাতে।

পাশাপাশি দিনভর হাসপাতাল সুপার অভিজিৎ দেওঘরিয়াকেও আটকে রেখে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোক জন। পরবর্তীতে সন্ধ্যা নাগাদ মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here