নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আবারো রঘুনাথগঞ্জ গ্রীন ভিউ নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু আকলিমা খাতুনের (2৭ বছর)। মৃত মহিলার বাড়ি রাণীনগর। আত্মীয়-পরিজনদের কাছ থেকে জানা যায় গত বুধবার, পেটে ব্যথা নিয়ে ভর্তি করেছিলাম গ্রীন ভিউ নার্সিংহোম। ডাক্তারের চিকিৎসা ও রিপোর্ট করার পর জানা যায় পিত্তথলিতে পাথর হয়েছে তার পরেই ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করা হয়।
এবং সেই অনুযায়ী বৃহস্পতিবার অপারেশন করেন ডাক্তার গোলাম সারওয়ার। পরিজনদের সূত্র মারফত জানা যায় একই দিনে ডাক্তার গোলাম সাররওয়ার ২৫ জন রোগীকে অপারেশন করেছেন। এবং এটা চিকিৎসক স্বীকার করেন। পরিবার সূত্রে জানাযায় অস্ত্রপাচার করার পর থেকে ২দিন পার হয়ে গেলেও দেখা মেলেনি ডাক্তারের। তারপর থেকেই নার্সিং হোমের নার্সরা দেখাশোনা করছিলেন রোগীদের।
আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জে লাগাতার বৃষ্টির ফলে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক প্রৌঢ়ার
এককথায় চিকিৎসকের অবহেলায় মৃত এই মহিলার বলে জানান আত্মীয় স্বজনরা। এই নিয়ে রীতিমত উত্তপ্ত পরিবেশ তৈরি হয় নার্সিংহোম চত্বরে। নিয়ন্ত্রণ আনতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থানে। এই নিয়ে রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মাঝে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584