হাসপাতালের বেডেই মিলল স্বাস্থ্যসাথী কার্ড

0
55

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

Swasthya Sathi Card | newsfront.co

গত শুক্রবার বহরমপুর থেকে কাজ করে ফেরার পথে ছয়ঘরিতে পথদুর্ঘটনায় আহত হয় সারাংপুর অঞ্চলের তিন ব্যক্তি। আহত ব্যক্তিদের নাম কাশেম শেখ, হাসিবুল শেখ, রাকিবুল শেখ। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

critical patient | newsfront.co

গরীব দুঃস্থ পরিবারের ওই তিনজন দিনে আনে দিন খায়। অর্থ না থাকার কারণে চিকিৎসা কিভাবে হবে সেই চিন্তায় ছিল গোটা পরিবার। আহতদের পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডের নাম জমা দেওয়া হয়েছিল দুয়ারে সরকার‌ কর্মসূচিতে।

Patient family | newsfront.co

আরও পড়ুনঃ আদর্শ শিক্ষক সমিতির সভায় সমাজ গঠনের শপথ মুর্শিদাবাদে

কিন্তু হঠাৎ সারাংপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে খবর আসে তাদের শারীরিক অবনতির কথা, প্রধান-সহ তৃণমূল অঞ্চল সভাপতির উদ্যোগে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েই স্বাস্থ্যসাথী কার্ডের সার্ভার কিট নিয়ে গিয়ে ছবি তুলে কার্ডের ব্যবস্থা করে দেন। সোমবার সমস্যা থেকে মুক্তি পান আহতর পরিবার। প্রশাসনের এই তৎপরতায় খুশি উপভোক্তা পরিবার-সহ স্থানীয়রা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here