নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
নার্স ও আয়াদের গাফিলতিতে ক্যাথেটারের লক খুলতে ভুলে যাওয়ায় মৃত্যু হয়েছে এক রোগীর।এই অভিযোগে শনিবার দুপুরে বালুরঘাট জেলা হাসপাতালে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়রা। বালুরঘাট ১ নম্বর ওয়ার্ডের শান্তি কলোনির বাসিন্দা প্রাক্তন তৃণমূল নেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
গতকাল সকালে ইউএসজি করাতে নিয়ে যাওয়ার সময় ক্যাথেটার লক করে দেয় সংশ্লিষ্ট নার্স ৷ পরে ইউএস জি করে ফিরে এলে ক্যাথেডারের লকটা আর খোলেনি কর্তব্যরত আয়া ।রাতের দিকে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি। সংশ্লিষ্ট নার্স ও আয়ার শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা।
আরও পড়ুনঃ ‘অভাব’! চায়ের দোকান ইঞ্জিনিয়ারের
অভিযোগ দায়ের করা হয়েছে হাসপাতাল সুপারের কাছে। হাসপাতাল সুপার এই ঘটনাতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হস্তক্ষেপ দাবি করেছেন। তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা হাসপাতালের সুপার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584