নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পছন্দের খাবারের নাম শুনে জিভে জল আসাটা স্বাভাবিক। কিন্তু তাই বলে প্রিয় খাবারের নামে কোমা ফিরে আসার কথা শুনেছেন কখনো? হ্যাঁ, এবার এরকমই এক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী থাকল তাইওয়ান। ভাইয়ের মুখে প্রিয় খাবারের নাম শুনতেই কোমা থেকে ফিরে এলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে সম্প্রতি তাইওয়ানে।
![Taiwan hospital | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2020/11/Taiwan-hospital.jpg)
জানা গিয়েছে, প্রিয় চিকেন ফিলেটের নাম শুনে জ্ঞান ফিরেছে ৬২ দিন ধরে কোমায় থাকা ১৮ বছর বয়সী এই যুবকের। সূত্রের খবর, সম্প্রতি এক স্কুটার দুর্ঘটনায় আহত হন চিউ নামক ওই যুবক। দুর্ঘটনার জেরে শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। কিডনি, লিভার সহ একাধিক জায়গায় গুরুতর চোট ছিল তাঁর।
আরও পড়ুনঃ রাজ্য জুড়ে ট্রেন চললেও ফাঁকা বেলদা স্টেশন
এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই একাধিক অস্ত্রোপচার হয়। কিন্তু এরপরই কোমায় চলে যান চিউ। টানা ৬২ দিন ধরে কোমায় ছিলেন তিনি। তাঁরই মাঝে আরও ছয়টি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয় তাঁর। ঘটনার দিন কিছুটা মজা করেই চিউয়ের ভাই তাঁর সামনে বলেন, ‘আমি তোমার প্রিয় চিকেন ফিলেট খেতে যাচ্ছি’।
আরও পড়ুনঃ খড়্গপুরে বিজেপির থানা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা
এরপরই ঘটে যায় অত্যাশ্চর্য ঘটনা। জ্ঞান ফিরে আসতে থাকে চিউয়ের। স্বাভাবিক হতে থাকে হৃদস্পন্দন। চিউয়ের পছন্দের খাবারের নামটাই কাজ করতে থাকে ম্যাজিকের মতো। অবাক চিকিৎসকরাও। এরপর থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকেন চিউ। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584