শহরের নামী বেসরকারি হাসপাতালে অচেতন রোগীর গয়না লোপাটের অভিযোগ

0
369

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

calcutta medical research institute | newsfront.co
ফাইল চিত্র

দক্ষিণ কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে এক অচেতন রোগীর গা থেকে সোনার গয়না লোপাটের অভিযোগ উঠল। গত শুক্রবার বিকেলে আলিপুর থানার সিএমআরআই হাসপাতালে ভরতি হন হরিদেবপুরের মুক্তি রায়(বিয়াল্লিশ)। মুক্তিদেবীর ব্রেন স্ট্রোক হওয়ায় তিনি অচেতন হয়ে পড়েন।

পরদিন শনিবার মুক্তিদেবীর বাড়ির লোক না আসায় হাসপাতালের অ্যাটেন্ডেন্ট রায় হাসপাতালের নিজস্ব এমআরআই ও স্ক্যান ইউনিটে রোগীকে নিয়ে আসেন। এমআরআই ও স্ক্যান করাতে গেলে গা থেকে সোনার গয়না খুলে ফেলার নিয়ম। মুক্তিদেবীর আত্মীয় কার্তিক সাহা বলেন, ‘আমাদের রোগীর গায়ে সোনার গয়না ছিল। আমরা পৌঁছানোর আগেই স্ক্যান করাতে নিয়ে যায় হাসপাতালের কর্মীরা। রোগীনির গা থেকে স্ক্যান করাতে গিয়ে সোনার হার, চুড়ি, আংটি সহ বেশ কিছু গয়না খুলে নেয় তারা।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের ঐতিহাসিক সিদ্ধান্তে খুশি দিব্যাঙ্গ ভোটাররা

এরপর স্ক্যান হয়ে যাবার পর শুধু হারটা অচেতন রোগীনিকে গলায় পরিয়ে দিয়ে বেডে পৌঁছে দেওয়া হয়। আমরা পরে পৌঁছে বিষয়টা জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই। একই ভাবে আলিপুর থানাতেও লিখিত অভিযোগ জানিয়েছি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তারা নিজেরাই তদন্ত করে দেখছে। হাসপাতালের সিসি টিভির ক্যামেরাতে পুরো বিষয়টা আছে। আলিপুর থানা সেই ফুটেজ নিয়ে গেছে। পুলিশ তদন্ত করছে।’ এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তদন্ত চলছে বলে জানায় আলিপুর থানা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here