ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
দিপাবলীতে মহিলাদের নানা কাজের প্রকল্প তুলে ধরতে সরকারি প্রকল্প ‘ভারত লক্ষ্মী’-র ব্রান্ড অ্যাম্বাসাডর দীপিকা পাড়ুকোন জেএনইউ-তে এসে হয়ে গেলেন দেশদ্রোহী প্রশ্ন তুললেন কানহাইয়া কুমার। তিনি বলেন, দীপিকা পাড়ুকোনের সফরের প্রতিক্রিয়ায় স্পষ্ট রবিবারের হামলার নেপথ্যে আছে সরকার পক্ষের লোকেরা। আগে সরকারের প্রচারের মুখ ছিলেন দীপিকা।
জেএনইউয়ের সভাপতি প্রশ্ন তোলেন, “দীপিকা পাড়ুকোনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে প্রচার ছিল দেশভক্তি, যেই তিনি জেএনইউতে এলেন তখনই দেশদ্রোহী হয়ে গেলেন।”
জেএনইউতে আক্রান্ত পড়ুয়াদের সহানুভূতি দেখাতে গিয়েছিলেন দীপিকা তাকে ঘিরে দ্বিধাবিভক্ত সোস্যাল মিডয়া। অনেকে তাঁর অভিনীত সিনেমা ‘ছাপাক’ বয়কটের ডাক দিয়েছে। অন্যদিকে বিরোধীরা অভিনেত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন।
এই প্রসঙ্গেই কানাইয়ার বক্তব্য,’ তিনি কিছুই বলেন নি স্লোগানও দেননি। তিনি নিরব ছিলেন, আহত পড়ুয়াদের সাথে দেখা করে চলে যান। এখন ওরা বলছে ওঁনার ছবি দেখবে না। আমি অবাক হয়ে যাচ্ছি, তিনি কোনও দল, আদর্শের নাম করেনি বা স্লোগান দেননি। তাহলে কেন তাঁর ছবি দেখবে না?
একইসাথে, এএনআই-কে দেওয়া জেএনইউ উপাচার্যের বিরুদ্ধেও তোপ দাগেন কানাইয়া। উপাচার্য সংবাদ সংস্থা এএনআই-কে জানান যে, ” প্রতিবাদীদের সমর্থন করতে আসা সমস্থ মহান মানুষদের আমি জিজ্ঞাসা করতে চাই, হাজার হাজার পড়ুয়া অধ্যাপকদের কি হবে যাঁরা নিজেদের গবেষণা ও শিক্ষকতার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন? আপনারা কেন তাঁদের পাশে দাঁড়াচ্ছেন না?”
এই মন্তব্য দিপীকাকে লক্ষ্য করেই বলে মনে করেন এই যুব আইকন। তার পরিপ্রেক্ষিতে কানাইয়ার জবাব,” দীপিকা পাড়ুকোন জেএনইউয়ের উপাচার্য নন,.. সেটা আপনি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584