সবং-এ পাট্টা প্রদান

0
100

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শুক্রবার সবং ব্লক অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসী মানুষদের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। মোট ৬১ জন আদিবাসী মানুষদের হাতে জমির পাট্টা তুলে দেন রাজ্যদসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া, বিধায়ক শ্রীমতি গীতা রানী ভূঁইয়া, বিডিও তুহিন শুভ্র মহান্তি, বিএলএলআরও জয় ব্যানার্জি সহ সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ।

Patta Distribution | newsfront.co
পাট্টা প্রদান। নিজস্ব চিত্র

ওই অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ মানুষরা বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগিতায় আমরা কয়েকদিনের মাধ্যমে বহু গরীব আদিবাসী মানুষের হাতে জমির পাট্টাতুলে দিতে পেরেছি এবং তাদের জমির রেকর্ড করে দেওয়া হয়েছে। যাদের ৩৪ বছর ধরে পাট্টা ছিল কিন্তু রেকর্ড হয়নি তাদেরও রেকর্ড করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ফালাকাটায় তৃণমূলের বঙ্গধবনি যাত্রায় ঋতব্রত

সরকারের যে সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত ছিলেন এতদিন সেই সরকারি সুযোগ থেকে তারা আর বঞ্চিত হবে না। সবং এর বিধায়ক গীতা ভূঁইয়ার হাত ধরে তারা ইন্দিরা আবাস, বাংলা আবাস যোজনা এবং শৌচালয় এখন থেকে সবটাই তারা পাবেন।

গরীব আদিবাসী মানুষরা বিধায়ককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান। তেমনি বিধায়ক বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানালেন সাহায্য করার জন্য ও আদিবাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here