প্রয়াত ডিন জোন্সকে শ্রদ্ধা জানানো হল মেলবোর্নে

0
80

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

বক্সিং-ডে টেস্টের প্রথম দিন শ্রদ্ধা জানানো হল প্রয়াত ডিন জোন্সকে। মৃত্যুর সাড়ে তিন মাসেরও বেশি সময় পর মেলবোর্নে, নিজের ঘরের মাঠে তাঁকে শ্রদ্ধা জানালেন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন অ্যালান বর্ডার, প্রয়াত জোন্সের স্ত্রী-কন্যারা।

Melbourne Cricket | newsfront.co

চা বিরতিতে জোন্সের স্ত্রী জেন, দুই কন্যা অগাস্টা ও ফোয়েবে মেলবোর্ন ক্রিকেট মাঠের মাঝখানে আসেন। সঙ্গে করে নিয়ে যান জোন্সের ব্যাগি গ্রিন টুপি, সানগ্লাস ও কোকাবুরা টুপি। সেগুলো স্টাম্পের গায়ে হেলান দিয়ে রাখা হয়।

পরে, দুই দলের দুই দ্বাদশ ব্যক্তি লোকেশ রাহুল ও জেমস প্যাটিনসন সেগুলো নিয়ে এসে বাউন্ডারির কাছাকাছি একটি আসনে রেখে দেন। মাঠে উপস্থিত ৩০ হাজার দর্শকের প্রশংসা কুড়োয় এই উদ্যোগ।

আরও পড়ুনঃ আইএফএ সচিব পদ ছাড়তে চান জয়দ্বীপ

সেপ্টেম্বরে মুম্বইয়ে ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জোন্স। তিনি তখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাভাষ্য দিচ্ছিলেন। শেষ মুহূর্তে তাঁর পাশে ছিলেন ব্রেট লি। সেই লি ফক্স স্পোর্টসে বলেন, “অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচ চলাকালীন শ্রদ্ধা জানানো একেবারে ঠিক হয়েছে। ভারতেও জোন্স প্রচুর ভালবাসা পেয়েছেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here