প্লে স্টোরে ফিরে এল পেটিএম অ্যাপ

0
97

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গুগল প্লে স্টোরে ফিরল দেশের অন্যতম জনপ্রিয় ই-ওয়ালেট অ্যাপ পেটিএম। সরিয়ে দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্লে স্টোরে ফিরে এল অ্যাপটি।

Paytm | newsfront.co
প্রতীকী চিত্র

শুক্রবার সকালেই প্লে স্টোর থেকে পেটিএম অ্যাপ সরিয়ে নিয়েছিল গুগল। গুগলের গ্যাম্বলিং সংক্রান্ত নীতি ভঙ্গ করায় প্লে স্টোর থেকে কয়েক ঘণ্টার জন্য বিতাড়িত হয়েছিল পেটিএম। এর জেরে দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্ক।

যদিও পেটিএম জানায় তারা খুব শীঘ্রই ফিরবে প্লে স্টোরে। নিজেদের প্রতিশ্রুতি পূর্ণ করে সন্ধ্যা সাতটার একটু পরেই পেটিএম টুইট করে জানায় যে, আবার প্লে স্টোরে ফিরে এসেছে অ্যাপটি। গুগলের শর্ত মেনেই ফিরেছে পেটিএম।

আরও পড়ুনঃ টিকটকের বাজার ধরতে ভারতে প্রথম ইউটিউব ‘শর্টস’

সকালে গুগল একটি ব্লগে জানায় যে, কোনও ভাবেই তারা জুয়াখেলা মেনে নেবে না। এমনকী কোনও অ্যাপ যদি বাইরের ওয়েবসাইটের লিঙ্ক দেয় যেখানে গিয়ে খেলা যায় ও সেখান থেকে অর্থ উপার্জন করা যায়, সেটাও মেনে নেওয়া হবে না বলে জানায় গুগল।

আরও পড়ুনঃ জুটি বাঁধলো ভোডাফোন ও আইডিয়া, নাম হল Vi

অন্যদিকে পেটিএম জানায়, তাদের ‘পেটিএম ক্রিকেট লীগ’ এ ক্যাশব্যাক দিচ্ছিল তারা। সেটা নিয়ে আপত্তির জেরেই গুগল আনলিস্ট করে দিয়েছে অ্যাপটিকে। ক্যাশব্যাক দেওয়া আইনি হলেও গুগলের শর্ত মেনে আপাতত সেই বিষয়টি অ্যাপ থেকে সরিয়ে নিয়েছে পেটিএম। এর কয়েক ঘণ্টা পরেই প্লে স্টোরে ফিরে আসে ভারতের অন্যতম বৃহৎ ফিনটেক সংস্থা পেটিএম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here