অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
করোনা ভাইরাসের জন্য এই বছরের এশিয়া কাপ বাতিল করতে হয়েছে। তাই এশিয়া কাপের নতুন খবর প্রকাশিত হল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান শ্রীলঙ্কাকে ২০২১ এর এশিয়া কাপের আয়োজক হিসেবে দাবি করেছে। এই প্রসঙ্গে ওয়াসিম খান বলেছেন, “এশিয়া কাপটি ২০২১ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, এবং ২০২২ সালে পাকিস্তানের এশিয়া কাপের আয়োজক হওয়ার অধিকার থাকবে।”
এশিয়া কাপ চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্টটি মার্চ মাসে এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল। এশিয়া কাপটি এখন ২০২১ সালের জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ রোহিত ইস্যুতে বিরাট, শাস্ত্রীকে কাঠগোড়ায় তুলছেন গম্ভীর
তবে, ২০২২ সালে পাকিস্তান এশিয়া কাপের হোস্টিং করার কথা বললেও, টুর্নামেন্টটি সেই দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। ভারতীয় দল ইতিমধ্যেই পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে, সে পাকিস্তানে গিয়ে কোনও ক্রিকেট টুর্নামেন্ট খেলবে না। এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তানে না গেলে ২০২২ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584