নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের ঠান্ডা যুদ্ধের মধ্যেই এই প্রথম মুখ খুলল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মর্গ্যান অট্রাগাস সংবাদ সংস্থা পিটিআইকে জানায়, “দু’দেশকেই বলেছি নিয়ন্ত্রণরেখায় যেন শান্তি বজায় রাখে তারা।”
যদিও পুরো বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরব। তবে এরই মধ্যে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মর্গ্যান অস্ত্রাগাসের প্রতিক্রিয়ায় কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের বিবাদী আন্তর্জাতিক শক্তিশালী দেশ গুলির যে ব্যাপারটা নিয়ে, চিন্তিত তা স্পষ্ট ।
কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল এবং কাশ্মীর প্রশাসনকে পুনর্গঠন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় বিল প্রস্তাব করেছেন। মোদি সরকারের এই সিদ্ধান্তকে পাকিস্তান তীব্র বিরোধিতা করে ভারতকে আইনি পদক্ষেপ নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ।
আরও পড়ুনঃ নকশালবাড়িতে ছেলেধরা সন্দেহে গনপিটুনি, উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশও
কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের এই ঠান্ডা যুদ্ধ যাতে বৃহদাকার না হয় তাই আন্তর্জাতিক স্তরে দুটি দেশকে সংযুক্ত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584